আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক>>> গত ১৫ /০৮/২০২৩ খ্রি. চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদাতবার্ষিকী ও শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর মুরালে জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন চট্টগ্রাম জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এস.এম. শফিউল্লাহ্ বিপিএম মহোদয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব কবীর আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জনাব এ.এন.এম ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) জনাব সুদীপ্ত সরকার পিপিএম ও সহকারী পুলিশ সুপার(ডিএসবি) জনাব মো: মাইন উদ্দিন খান ও জেলা পুলিশের বিভিন্ন পদবীর অফিসার-ফোর্স উপস্থিত ছিলেন।পরে চট্টগ্রাম জেলা প্রশাসন কর্তৃক জেলা শিল্পকলা একাডেমিতে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদাতবার্ষিকী ও শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার জনাব জনাব মোঃ তোফায়েল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপির পুলিশ কমিশনার জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম(বার), চট্টগ্রাম রেঞ্জর ডিআইজি জনাব নুরেআলম মিনা, বিপিএম (বার), পিপিএম, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার জনাব এস.এম. শফিউল্লাহ্ বিপিএম, কমান্ডার, চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ড বীর মুক্তিযোদ্ধা জনাব মোজাফফর আহমদ, কমান্ডার জেলা ইউনিট বীর মুক্তিযোদ্ধা জনাব এ কে এম সরোয়ার কামাল। অনুষ্ঠান শেষে অতিথিগণ জেলা শিল্পকলা একাডেমি আর্ট গ্যালারী পরিদর্শন করেন।
মন্তব্য