এম,এ কাশেম,বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম>>> পারিবারিক কলহের জের ধরে স্ত্রী নাছিমা আক্তার (৪৪) কে হত্যা করে লাশ নিজ ঘরের মধ্যে তালাবদ্ধ রেখে নিজের গ্রামের বাড়ি আনোয়ারায় আত্মগোপনে চলে যান স্বামী মোঃ নাছির উদ্দিন (৫০)।পুলিশের তৎপরতায় আত্মগোপনে এক সপ্তাহের বেশি থাকা সম্ভব হয়নি স্ত্রী হন্তারক নাছিরের।রোববার (৮ ডিসেম্বর) বিকালে চট্টগ্রামের আনোয়ারা থানার গুণদ্বীপ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।বিষয়টি গণমাধ্যমকে সোমবার (৯ ডিসেম্বর) জানানো হয়।গ্রেপ্তারকৃত নাছির আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের মৃত ইউসুফ আলীর পুত্র বলে নিশ্চিত হওয়া গেছে।পুলিশ সূত্রে জানা গেছে, গত ৭ ডিসেম্বর রাতে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানার বিজয়নগর এলাকার একটি ভাড়া বাসা থেকে নাছিমা আক্তারের গলিত লাশ উদ্ধার করে পুলিশ।
সূত্র জানায়, পারিবারিক কলহের জের ধরে গত ২ নভেম্বর রাতে আসামি নাছির তার স্ত্রীকে হত্যা করে। হত্যার পর মরদেহটি ৫ দিন ধরে ঘরে তালাবদ্ধ করে রেখে নাছির নিজ বাড়িতে পালিয়ে যান। তালাবদ্ধ ঘর থেকে দুর্গন্ধ বের হলে পতেঙ্গা থানায় খরব দেয় স্থানীয় অধিবাসীরা। পরে পুলিশ এসে ঘরের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে নাছিমা আক্তারের পঁচা, অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করে।
খুনী স্বামী নাছিরের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মোঃ তারেক আজিজ।
তিনি বলেন, স্ত্রীকে হত্যা করে তালাবদ্ধ রেখে নিজ গ্রামের বাড়ি চলে যান নাছির। আমরা খরব পেয়ে তালাবদ্ধ ঘর থেকে পঁচা, অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করি। ২৪ ঘন্টার মধ্যে ঘাতক স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। স্ত্রী হত্যার ঘটনায় তার বিরুদ্ধে হত্যা মামলা করে আদালতে পাঠানো হয়েছে।
এ ছাড়াও নাছিরের বিরুদ্ধে ডাকাতি ও মাদকের দু’টি মামলা রয়েছে বলে জানান পুলিশের এ অতিরিক্ত উপ-কমিশনার।
মন্তব্য