আব্দুল্লাহ জামালপুর সদর প্রতিনিধি >>> জামালপুর সদর এলাকার বিজিবি ক্যাম্প সংলগ্ন চন্দ্রা গোনটি মোড়ে একটি মুমূর্ষু ঘটনা ঘটে। সকাল ৯ ঘটিকায় গাছ কাটতে আসে মণ্ডল মিয়া (৬৫)।গাছ কাটাকে কেন্দ্র করে ছেলে মঞ্জু (৪০) তার মার সাথে ঝগড়ায় লিপ্ত হয়।এমতাবস্থায় মন্ডল মিয়ার সাথে হাতাহাতি শুরু হয়। মা চায় গাছ বিক্রি করতে কিন্তু ছেলে তাতে রাজি নয়। কথা কাটাকাটির একপর্যায়ে কাঠুরে মন্ডল মিয়াকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে ঘাতক মঞ্জু। মা বাধা দিতে গেলে তৎক্ষণাৎ তার মার গলায় ছুরি চালিয়ে দেয় ছেলে মঞ্জু।তারপর বারবার বুকে কোমরে আঘাত করে মৃত্যু নিশ্চিত করে ঘাতক ছেলে। আহত অবস্থায় এলাকাবাসী কাঠুরিয়া মন্ডল মিয়াকে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।ঘটনাস্থানে পুলিশ এসে মৃত মনজিলা বেগম (৬০) এর লাশ উদ্ধার করে। এলাকাবাসীর অভিযোগ ঘাতক মঞ্জু মিয়া একজন মাদকাসক্ত।সবসময় নেশার টাকা নিয়ে মা ছেলের মধ্যে বিতর্ক হানাহানি লেগেই থাকতো। এলাকাবাসী ও মৃত মঞ্জিলা বেগম এর আত্মীয়-স্বজনরা সুষ্ঠু বিচার দাবি করে প্রশাসনের নিকট।
মন্তব্য