সরদার বাদশা নিজস্ব প্রতিবেদক
খুলনা মেট্রোপলিটন পুলিশের হরিণটানা থানার অভিযানে গতকাল ১৩ ডিসেম্বর দস্যুতা ও গণধর্ষণে জড়িত অপরাধে ৩ জন আসামীকে লুণ্ঠিত স্বর্ণালংকারসহ গ্রেফতার করা হয়েছে।থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে বটিয়াঘাটার হরিণটানা থানাধীন ঘোলা গ্রামস্থ প্রনব কুমার মল্লিকের একতলা বিশিষ্ট বাড়িতে ০৩ জন অজ্ঞাতনামা ব্যক্তি দস্যুতা ও গণধর্ষণসহ স্বর্ণালংকার লুন্ঠন করে। তৎপ্রেক্ষিতে কেএমপির পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবা“র ঐকান্তিক প্রচেষ্টায় ও নির্দেশনায় হরিণটানা থানা পুলিশ দস্যুতা ও গণধর্ষণে সরাসরি জড়িত ডুমুরিয়া থানার কুলটি গ্রামের গোবিন্দ ফৌজদার(৩০) ও একই গ্রামের ধীমান ফৌজদার(৩৫), বটিয়াঘাটা থানার গদারামপুর গ্রামের মিঠুন বিশ্বাস(৩৫)কে লুণ্ঠিত স্বর্ণালংকারসহ গ্রেফতার করতে সক্ষম হয়। অত:পর মামলার বাদী উদ্ধারকৃত মালামাল শনাক্ত করেছেন।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী গোবিন্দ ফৌজদার, মিঠুন বিশ্বাস ও ধীমান ফৌজদার ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। অত্র মামলাটির তদন্ত কার্যক্রম অব্যাহত আছে বলে পুলিশ জানিয়েছে।
মন্তব্য