আনোয়ার হোসেন-কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ>>>
বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের ফলে হুমকির মুখে পড়েছে মানুষ।এ থেকে উত্তোরণে আগামী শতাব্দীতে অর্থনীতির চাকা সচল ও মানুষের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে কাজ করছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশে।এরই ধারাবাহিকতায় নীলফামারীর কিশোরগঞ্জে তিনদিন ব্যাপী ইকোভিলেজ তথা পরিবেশ বান্ধব গ্রাম ও পারমাকালচার (ডিজাইন)শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।কিশোরগঞ্জ এরিয়া প্রোগ্রাম,ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে বাহাগিলী পিএফএ-০৪ এর উত্তর দুরাকুটি কবিরাজ পাড়া গ্রামে গত মঙ্গলবার(২০থেকে ২২জুন)বৃহস্পতিবার পর্যন্ত এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।এতে পরিবেশবান্ধব গ্রাম ও গ্রাম উন্নয়ন কমিটির ২৫ জন সদস্য অংশগ্রহন করেন।এতে মৌলিক প্রশিক্ষণ প্রদান করেন,উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার তুষার কান্তি রায়,উপ-সহকারী কৃষি কর্মকর্তা নাসিমা আক্তার,এপি ম্যানেজার মিঃ পিকিং চাম্বুগং, নীলফামারীর ওয়ার্ল্ড ভিশনের ফিল্ড টেকনিক্যাল স্পেশালিস্ট,লাইভলীহুড টিপি’র মিঃ সাগির আহম্মদ,প্রোগ্রাম অফিসার স্বপন কিসপট্টা,সহকারী প্রোগ্রাম অফিসার আনোয়ার হোসেন।এ আয়োজিত অনুষ্ঠানে পরিবেশ বান্ধব দলের সদস্যদের মাঝে মাটিতে বর্তমান জৈব পদার্থের অবস্থা, উপস্থিতি,মাটি,পানি,বায়ুর যত্ন নেওয়া,বর্জ্য ব্যবস্থাপনা শক্তিশালী করণ, জৈব সার ব্যবস্থাপনায় বাড়ির আঙ্গিনায় শতভাগ ব্যবহার করে বিষমুক্ত শাক-সবজি,ফল উৎপাদন,জলবায়ু পরিবর্তন মোকাবেলা,পরিবেশ বান্ধব চুলার ব্যবহার,বৃক্ষ নিধন প্রতিরোধ ও ব্যাপক বৃক্ষ রোপণ,স্বাস্থ্যসম্মত ঘর তৈরি ও ডিজাইন,সমতল বাগান,উচঁ বেড,চৌকা পাঠালি,গর্ত পদ্ধতি,ঝুলন্ত বাগান,বস্তায়,ঘরের চালে,চাবি বাগান,গোলকমপোষ্ট, ভার্মিকম্পপোস্ট সার তৈরি ও ব্যবহার,তরল সার,মাছের টনিক, পঞ্চ-গোবা,গো-মূত্র,সবুজ সার তৈরি পদ্ধতি।এসব বিষয়ে হাতে কলমে মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হয়। এসময় কৃষি অফিসার তুষার কান্তি রায় বলেন,সরকারের পাশাপাশি উন্নয়ন সহযোগী সংস্থাটি জলবায়ু পরিবর্তন থেকে উত্তোরণে মাঠ পর্যায়ে নিরলস ভাবে কাজ করছে।যা কৃষি অফিসের পক্ষ থেকে সার্বিক পরামর্শ দেয়ার পাশাপাশি সকল ধরণের বীজ ও চারা সহায়তা করা হবে।এপি ম্যানেজার পিকিং চাম্বুগং বলেন, এলাকাবাসীকে টেকসই উন্নয়নের দিকে ধাবিত করতে এই প্রশিক্ষণের উদ্যোগ নেয়া হয়েছে।যা এর মধ্য দিয়ে এলাকাবাসি দীর্ঘমেয়াদী সক্ষমতা অর্জন করতে পারবেন।এতে নিজেরাই নিজেদের গ্রামকে স্বাস্থ্য সম্মত ও পরিবেশ বান্ধব হিসেবে গড়ে তুলতে পারবেন।যা দেখে গ্রামের অন্যরাও আগ্রহী হবেন।
মন্তব্য