কবিঃ সাদেকুল ইসলাম >>>
হারিয়ে গেছে আমার থেকে,
সদ্য ফোটা সেই ফুল গুলি
মনের মাঝে নিত্য নতুন
সাজিয়ে নিতাম রঙ তুলি।
কোনসে মেঘের বজ্রপাতে
পুরে গেলো সব ফুল
হালকা হাওয়ায় ভেসে গেল
সমুদ্রের দুই কুল।
করতো খেলা পাপড়ি গুলো
হাওয়ায় দিয়ে তাল
মৎস্য রুপের স্বপ্ন খেয়াই
নিয়েই সাধের জাল।
যায় হারিয়ে, পথ বাড়িয়ে
কোনসে লতার দল?
সেথায় কি পাবো খুঁজে
আমার ফুলের বল!
মন্তব্য