জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে লোহাগাড়ায় খতমে কোরআন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।১৫ আগস্ট সকালে চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য প্রফেসর ড.আবু রেজা মোঃ নেজামুদ্দিন নদভীর পক্ষ থেকে উপজেলা সদরের ছমদিয়া মাদ্রাসার হল রুমে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম গনি সম্রাটের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, লোহাগাড়া সদরের চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী।প্রধান বক্তা ছিলেন লোহাগাড়া উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ জহির উদ্দিন।আলোচনা সভায় লোহাগাড়া সদরের মেম্বার যুবলীগ নেতা জাফর আহমদ, যুবলীগ নেতা জেয়াবুল হকসহ অন্যানারা উপস্থিত ছিলেন।দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন ছমদিয়া মাদ্রাসার প্রধান পরিচালক মাওলানা আমিন উল্যাহ।
মন্তব্য