আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার মহিলা আওয়ামী লীগের কাঞ্চনা ইউনিয়নে মহিলা কর্মী সভায় সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি বলেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যে কোন প্রতিকূল পরিস্থিতিতে সাহসিকতার সাথে মোকাবেলা করে বিশ্বের সংকটময় মুহুর্তেও বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের ধারা অব্যাহত রেখে প্রমান করেছেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতেও শেখ হাছিনার সরকারকে ক্ষমতায় আনতে হবে। তাই পুরুষদের পাশাপাশি নারীদেরকেও মাঠে সক্রিয় থেকে কাজ করতে হবে।২৩ সেপ্টেম্বর’২৩ ইং শনিবার ,বিকাল ৩ টার সময় সাতকানিয়া কাঞ্চনা ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের এক কর্মি সভা কাঞ্চনা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ বেগম। সাতকানিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা আঞ্জুমান আরা বেগমের সঞ্চালনায় কর্মি সভায় প্রধান অতিথি ছিলেন, সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান এমএম মোতালেব সিআইপি। বিশেষ অতিথি ছিলেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য ডা. আ ম ম মিনহাজুর রহমান, সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের,কাঞ্চনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রমজান আলী, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম সিকদার, এওচিয়া ইউপি চেয়ারম্যান আবু ছালেহ, সাতকানিয়া সদর ইউপি চেয়ারম্যান সেলিম উদ্দীন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুল ইসলাম সুমন, এওচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।
প্রধান অথিতি সাতকানিয়ায় সাম্প্রতিক বন্যায় যে সমুহ ক্ষতি হয়েছে সে ক্ষতি সামলে উঠতে তিনি নিজে এলাকায় এলাকায় গিয়ে স্বচক্ষে দেখে ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে সরকারী বরাদ্দের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগেও সহযোগিতা করছেন উল্লেখ করে বলেন, জননেত্রী শেখ হাছিনাকে তাঁর যোগ্য নেতৃত্বের কারনে আজ বিশ্ব নেতারাও সম্মান জানান। বাজারে নিত্য পন্যের উর্দ্ধগতির জন্য তিনি বৈশ্বিক বাজার মুল্যের উর্দ্ধগতির কথা স্মরন করিয়ে দিয়ে বলেন, এটা নিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করার চেস্টা সফল হবেনা। বৈশ্বিক সংকটের সময়ও মাননীয় প্রধানমন্ত্রী ঝুঁকি নিয়ে দেশের উন্নয়নের যে ধারা অব্যাহত রেখেছেন, সে উন্নয়ন অব্যাহত রাখতে আগামী ২০২৪ সালের জানুয়ারীতে যে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সে নির্বাচনে নারী পুরুষ সবাইকে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাছিনার সরকারকে পুনরায় ক্ষমতায় আনতে হবে।
মন্তব্য