মোংলা প্রতিনিধি >>> ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর ইসরাইলের চলমান বর্বরোচিত হামলার প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে মোংলা শাপলা চত্বরে জাতীয় ইমাম সমিতির উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।সমাবেশে বক্তব্য রাখেন, জাতীয় ইমাম সমিতির মোংলা উপজেলা সভাপতি উপজেলা জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হযরত মাওলানা মোঃ মনিরুজ্জামান পৌর সভাপতি কবরস্থান জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হযরত মাওলানা মোঃ আব্দুর রহমান প্রমূখ । এ সময়ে বক্তারা বলেন, “ফিলিস্তিনে নারী-শিশুদের ওপর ইসরাইল যে নির্মম হামলা চালাচ্ছে তা মানবতার বিরুদ্ধে ভয়াবহ অপরাধ। আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে এ বিষয়ে কার্যকর ভূমিকা রাখতে হবে।”বক্তারা আরও ইসরাইলি পণ্য বর্জনের আহ্বান জানিয়ে বলেন, “আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত ইসরাইলি পণ্যের তালিকা জানা এবং তা বর্জন করা এখন সময়ের দাবি। এটাই হবে নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি প্রকৃত সংহতি প্রকাশ।”সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।এ সময় স্থানীয় ধর্মীয় নেতৃবৃন্দ, বিভিন্ন মসজিদের ইমাম এবং শত শত ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।
মন্তব্য