২০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
মহানন্দপুর বিজয় স্মৃতি উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের র‌্যালি,পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান, ডাস্টবিন স্থাপন ও ফলজ-বনজ বৃক্ষরোপন চাটখিলে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি, পোনা অবমুক্ত ও আলোচনা সভা জাতীয়তাবাদী কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম এর মুক্তির দাবিতে নগরকান্দায় মশাল মিছিল শিবপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ফরিদপুরের নগরকান্দায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ পালিত দেবীদ্বার ‘ন্যায়বিচারে নারীর প্রবেশাধিকার প্রকল্প’ কর্মসূচী ন্যায়বিচারে নারীর প্রবেশাধিকার ও অংশগ্রহণ নিশ্চিত না হলে নারী নির্যাতন ও সহিংসতা কমবে না- দেবীদ্বারে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্ভোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত। বঙ্গোপসাগরে ৩ দিন ধরে ভাসতে থাকা ফিশিং বোট থেকে ৮ জেলে উদ্ধার হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের বর্ষপূর্তি : গুণীজন সংবর্ধনা ও সম্মাননা প্রদান
আন্তর্জাতিক:
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৮২ ইরানী’র ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ‘মূল প্রযুক্তির গুঁড়িয়ে দিয়েছে কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলা করল ইরান ইসরাইলি হামলায় ১১ দিনে ইরানে নিহত ৫০০ রোহিঙ্গা সংকট মোকাবেলায় স্থানীয় নেতৃত্বের কোন বিকল্প নেই। কোস্ট ফাউন্ডেশনের আন্তর্জাতিক শরনার্থী দিবসের আলোচনা সভায় বক্তারা ঈদের পর লন্ডন সফরে যাচ্ছেন ড. ইউনূস রাতব্যাপী আলোচনার পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত-পাকিস্তান, ঘোষণা ট্রাম্পের পাকিস্তানি বাহিনীর গুলিতে ৫০ ভারতীয় সেনা নিহত’ ভারতের ১৫টি শহরে পাকিস্তানের পাল্টা হামলা, উভয় দেশে তীব্র সামরিক উত্তেজনা   ভারতের ১২ ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানে
  • প্রচ্ছদ
  • জাতীয় >> চট্টগ্রাম >> চট্টগ্রাম
  •  আইআইইউসি এ “অনলাইন ভিত্তিক উগ্রবাদের প্রতিরোধে ছাত্রছাত্রীদের করণীয়” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
  •  আইআইইউসি এ “অনলাইন ভিত্তিক উগ্রবাদের প্রতিরোধে ছাত্রছাত্রীদের করণীয়” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ও দি এশিয়া ফাউন্ডেশন চট্টগ্রামের যৌথ বর্ণাঢ্য আয়োজনে “অনলাইন ভিত্তিক উগ্রবাদের প্রতিরোধে ছাত্রছাত্রীদের করণীয়” শীর্ষক দিনব্যাপী একটি সেমিনার আইআইইউসির সেন্ট্রাল অডিটোরিয়ামে ১৬ই আগস্ট ২০২৩ বুধবার অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয় এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৯৭৫ এর ১৫ আগস্ট নিহত সকল শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর প্রক্টর ও ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ ইফতেখার উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মান্যবর উপাচার্য বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জন্মগতভাবে কেউ উগ্রবাদে জড়িয়ে পড়ে না পরিবেশগত কারণ এবং বিশেষ গোষ্ঠির বিশেষ উদ্দেশ্য সাধনে তরুণ সমাজ বিশেষ করে ২৫ থেকে ৩৫ বছরের তরুণ তরুণীরা উগ্রবাদীদের টার্গেট এ পরিণত হচ্ছে। এতে করে তরুণ তরুণীরা নিজেদের অজান্তেই কিংবা ভুল ধারণার বশবর্তী হয়ে উগ্রবাদে জড়িয়ে পড়ছে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআইইউসি বোর্ড অফ ট্রাস্টিজ এর সদস্য ও ফিমেল একাডেমিক জোনের চেয়ারম্যান মিসেস রিজিয়া রেজা চৌধুরী। তিনি তার বক্তব্যে বলেন, তরুণদের পাশাপাশি আজকাল তরুণীরাও উগ্রবাদে জড়িয়ে পড়ছে। তিনি আরো বলেন আগামী প্রজন্মের জন্য উগ্রবাদ মুক্ত জঙ্গিবাদ মুক্ত নিরাপদ সমাজ নিশ্চিত করতে হলে ছাত্র-ছাত্রীদের উগ্রবাদ প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করতে হবে।বিশেষ অতিথির বক্তৃতায় আইআইইউসির ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, একমাত্র তরুণরাই পারে উগ্রবাদ মুক্ত জঙ্গিবাদ মুক্ত একটি সমাজ ব্যবস্থা জাতিকে উপহার দিতে।অনুষ্ঠানে মূল্যবান বক্তব্য রাখেন সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবিএম রায়হানুল বারী ও আইআইইউসির রেজিস্ট্রার এ এফ এম আখতারুজ্জামান কায়সার। সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক ডীন ও চেয়ারম্যান প্রফেসর এবি এম আবু নোমান। উগ্রবাদের কারণ ও এর প্রভাব নিয়ে আলোচনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক ফয়সাল বিন মনির জনি। দি এশিয়া ফাউন্ডেশন এর লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোকপাত করেন ফাউন্ডেশনের সিনিয়র প্রোগ্রাম ডিরেক্টর মোঃ নজরুল ইসলাম। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন আইআইইউসি আইন বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক মোঃ মনজুর হোসেন পাটোয়ারী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী প্রক্টর ও আইন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ নাসির উদ্দিন।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page