১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ |
শিরোনাম:
পেকুয়ায় সমলয় পদ্ধতিতে ৫০ একর ধান চাষের শুভ উদ্বোধন তাহিরপুরে ভারতীয় ইয়াবাসহ যুবক আটক অনলাইন জুয়া খেলা নিয়ে বন্ধুকে খুন মার্কিন যুবকের সাথে কক্সবাজারের তরুণীর প্রেম অত:পর যা ঘটেছে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমানের দাফন সম্পন্ন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত শান্তি নিবিড় পাঠাগার পরিদর্শন করেছেন সমাজ সেবা অফিসার কাঞ্চন কুমার দাস সাতকানিয়ায় তারুণ্যের উৎসব কাবাডি ও সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত তানোরে আলোচিত আত্মহত্যা প্ররোচনা মামলা ধাঁমাচাপা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নতুন সচিব অধ্যাপক ড. একেএম সামছু উদ্দিন
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • অন্যান্য >> ব্রাহ্মণবাড়িয়া
  • স্বপ্ন পুরনের দিকে এগোচ্ছে শাহজাদাপুরের জনগন
  • স্বপ্ন পুরনের দিকে এগোচ্ছে শাহজাদাপুরের জনগন

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    সরাইল উপজেলা প্রতিনিধি,অসীম চন্দ্র দাস>>> ব্রাহ্মণবাড়ীয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুর বাজারের ২য় গেইট মহাসড়কের থেকে শাহবাজপুর চৌরঙ্গী মোর হয়ে উত্তর দিকে যে সোজা রাস্তা টি সম্পন্ন পাথরের ডালা করা মলাইশ ব্রিজ পর্যন্ত।কিন্তু মলাইশ বাসীর দু:খ নামে খ্যাত মলাইশ ব্রিজ থেকে শাহজাদপুর গ্রাম পর্যন্ত বাকি রাস্তা টি ছিলো মাটির, ভাংগা,আকা -বাঁকা,যা প্রতিবছর বন্যা পানিতে ডুবে যায়, পানি যখন চলে তখন রাস্তা আর খোঁজে পাওয়া মুশকিল হয়ে উঠে,এই ভাবেই দিন পর দিন,রাস্তা বিপর্যস্ত হয়ে উঠেছে,হারিয়ে পাশে থাকা তিতাস নদীর গভীরে,এতে ভোগান্তিতে পড়ছে শাহজাদাপুরের সাধারণ মানুষ,সেখানে বিভিন্ন পেশার মানুষ বসবাস করে,যা নিজেদের প্রয়োজনে তাগিদে যাতায়াত করতে হয় এই রাস্তা দিয়ে, কারন এছাড়া আর কোনো বিকল্প রাস্তা নেই, এই গ্রামের এতো কষ্ট করে ও নিজেদের প্রয়োজনে যেতে হয় বিভিন্ন জায়গায়,যেখানে সময় লাগে বর্তমানে ৩০-৪০ মিনিট মলাইশ ব্রিজ পর্যন্ত।কিন্তু যদি রাস্তা টি নির্মাণ করা থাকতো বা রাস্তা ভালো হতো তাহলে, সেখানে সময় লাগ তো মাত্র ০৮-১০ মিনিট।এতো কষ্ট মেনে, সময় অপচয় করে ও শাহজাদাপুরের সাধারণ মানুষ গুলো কাউকে দোষা রোপ করনি, শুধু তারা নিজেদের ভাগ্য দোষারোপ করেছে।যখন বর্ষায় কালে পানি তে ডুবে যেতো রাস্তাটি তখন নৌকায় যাতায়াত ছিলো এক মাত্র অবলম্বন, যা অনেক বিপদ,কষ্ট,সময় অপচয় হয় তার পরে এই সহজ সরল শাহজাদাপুরের মানুষ গুলো মেনে নিয়েছে।তাদের আশা সপ্নগুলো এক দিন বাস্তবায়ন হবে।শাহজাদাপুর মানুষ সপ্নের নিয়ে আশার ঘর বাঁধতে থাকে কখন শাহজাদাপুরের মানুষের সপ্নের রাস্তা টি হবে।তাদের সপ্ন বাস্তবায়ন হবে।এই ভাবেই দীর্ঘ দিন,বছর চলে যায়,এর মধ্যে কতো আশা,ভরসা দিয়ে গেছে বিভিন্ন রাজনৈতিক দলের এমপি,চেয়ারম্যান,নেতা কর্মী। সহজ, সরল শাহজাদাপুর সাধারণ মানুষ গুলো দিন পর দিন বিশ্বাস করে গিয়েছে এমপি,চেয়ারম্যান কে,তারা যান তো এক সময় না এক সময় তাদের কথা,তাদের আশা,ভরশা কেউ না কেউ শুনবে।সকল ধর্মীয় শাহজাদাপুরের সাধারণ জনগণের সপ্নের রাস্তা টি কথা।আপনারা শুনে আন্দিত হবেন সত্যি তো আজ দীর্ঘ বছর পরে,শাহজাদাপুরের মানুষের সপ্নের রাস্তা টি নির্মাণ কাজ শুরু হচ্ছে,শাহজাদাপুর সাধারণ জনগণের সপ্নেন রাস্তাটি আশার আলো দেখা দিয়েছে।শত বাঁধা বিপত্তি কাটিয়ে সপ্নগুলো বাস্তবায়ন হচ্ছে, আজ শাহজাদাপুর মানুষ গুলো মুখে হাসি দেখা যাচ্ছে,তাদের দীর্ঘ বছর পর সপ্নের বাস্তবায়ন সম্পন্ন হচ্ছে।সপ্নের রাস্তা শাহজাদাপুরের মানুষের।জানতে চাইলে মলাইশ এলাকার জনপ্রতিনিধি বলেন,অবশেষে রাস্তার কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর দূর্ভোগ লাগব হবে।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page