সুনামগঞ্জ প্রতিনিধি>>> সুনামগঞ্জে মোবাইল কোর্টের উচ্ছেদ অভিযান পরিচালনা করায় শহরে ফল বিক্রেতারা পড়েছেন চরম বিপাকে।রাস্তার পাশে থ্রিপাল টানিয়ে যেসব ফল বিক্রেতাদের উচ্ছেদ করা হয়েছে তারা মূলত নিম্নআয়ের মানুষজন।তাদের ফল বিক্রি করতে পারলে চলে সংসার। এমন অভিযানে ফল বিক্রি বন্ধ থাকায় একদিনে যেমন ফল বিক্রেতারা পরিবার পরিজন নিয়ে রয়েছেন অনাহারে অর্ধহারে। অন্যদিকে বাজারে জরুরী প্রয়োজনে বাজারে এসে ফল না পাওয়াতে তারা ও ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।ফল বিক্রেতাদের উচ্ছেদ করার কারণে তারা ফল বিক্রি বন্ধ করে রেখেছেন।ফল বিক্রেতারা মামলার ভয় ভীতিতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে অজানা আতংকের মধ্যে দিন কাটাচ্ছেন। এহেন পরিস্থিতিতে ফল বেচাকেনা বন্ধ থাকায় ক্রেতা সাধারণ রয়েছেন বিপাকে।বৃহস্পতিবার বিকেলে সরেজমিন ঘুরে দেখা গেছে, সুনামগঞ্জ পৌর শহরের ডাকঘর প্রাঙ্গন থেকে গড়ে উঠা ট্রাফিক পয়েন্ট পর্যন্ত রাস্তার পাশে গড়ে উঠা ফলের সকল প্রকার দোকান বন্ধ রয়েছে।ফল ব্যবসায়ী বিকাশ দাস বলেন, পৌরসভা যেদিন থেকে অভিযান চালিয়ে ফল মার্কেট বন্ধ করে সেদিন থেকে আমরা ব্যবসায়ীরা ফল বিক্রয় বন্ধ করে হাত পা ঘটিয়ে বসে আছি।ব্যবসায়ীরা বলেন,প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা পেলে আমরা ফল বিক্রয় শুরু করতে পারি। ক্রেতা রেজিয়া বেগম,দিলন তালুকদার জানান বাজারে এসে জরুরী প্রয়োজনীয় কোন ধরনের ফল মিলছে না।উল্লেখ্য গত ১১ সেপ্টেম্বর ফল মার্কেটে উচ্ছেদ অভিযান চালান সুনামগঞ্জ পৌর প্রশাসন।এ সময় ব্যবসায়ীরা হামলা চালালে পৌরসভার চারজন কর্মচারী আহত হন।
মন্তব্য