সাইফুল ইসলাম বাবু জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি>>> বর্ডার গার্ড বাংলাদেশ,সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পন্য আটক করা হয়েছে।বিজিবি সূত্রে জানা যায়,মঙ্গলবার (৫ই নভেম্বর) ৪৮ বিজিবির উপ অধিনায়ক মেজর নুরুল হুদার নেতৃত্বে গোয়াইনঘাট সীমান্তবর্তী এলাকার রাধানগর গ্রামে অভিযান চালায় বিজিবি।এ সময় গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সাইদুর রহমান সহ স্হানীয় পুলিশ,বিজিবির সমন্বয়ে টাস্কফোর্স গঠন করে বিপুল পরিমাণ ভারতীয় পন্য আটক করা হয়।আটককৃত পন্যের মধ্যে ২৯০৭ পিস শাড়ী,১১৬২ পিস কাশ্মিরী শাল,৪১৩ পিস থ্রীপিস,১২৪৩৫ মিটার থান কাপড়,১১৬০ মিটার ব্লেজার থান,১৫৫৬ মিটার মকমল থান, ৪৪৭২২ পিস বিভিন্ন ব্রান্ডের ক্রীম,১৬৬৯ পিস পন্ডস ফেইস ওয়াস,৬১২ পিস জনসন বেবী লোশন,২,৬২,৯৯০ পিস চকলেট,১৩,২৬০ পিস ই- ক্যাপ ট্যাবলেট সহ বিভিন্ন ভারতীয় পন্য।বিজিবি সূত্রে জানা যায়,আটককৃত পন্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ কোটি ২ লক্ষ ৩২ হাজার টাকা সমপরিমাণ।এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ,সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো হাফিজুর রহমান পিএসসি বলেন,উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিধানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে।এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালিত করে মালামাল জব্দ করা হয়েছে।আটককৃত মালামালের বিরুদ্ধে বিধিমোতাবেক প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহন করা হবে বলে তিনি নিশ্চিত করেছেন।
মন্তব্য