আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম জেলা প্রতিনিধি >>> চট্টগ্রাম জেলা সাতকানিয়া উপজেলার, এওচিয়া ইউনিয়ন হালুয়াঘোনা এলাকায় নিয়ম নিয়মনীতি তোয়াক্কা না করে, ইটভাটা পরিচালনার দায়ে,হযরত আলী ব্রিক ম্যানুফ্যাকচারার্স ম্যানেজারকে এক লক্ষ টাকা জরিমানা অন্য দুই প্রতিষ্ঠানের ম্যানেজারকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে সাতকানিয়া ভ্রাম্যমাণ আদালত৷২৪ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার সকাল থেকে সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ছনখোলা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।দণ্ডপ্রাপ্তরা হলেন-হযরত আলী ব্রিক ম্যানুফ্যাকচারার্স) ইটভাটার ম্যনেজার কিরণ সিকদার,চট্টগ্রাম জেলা হাটহাজারী ফতেয়াবাদ এলাকার-হৃদয় রঞ্জন সিকদারের ছেলে ৷মোঃ জহির, চট্টগ্রাম জেলা সাতকানিয়া উপজেলা এওচিয়া ইউনিয়নের হালুয়াঘোনা এলাকার-নছির আহমদ’র ছেলে৷এইচএবি ইটভাটা ম্যানেজার ফজলুল কাদের,চট্টগ্রাম সাতকানিয়া এওচিয়া ইউনিয়নের ছনখোলা -মোঃ ইসমাইল এর ছেলে ৷সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,আরাফাত সিদ্দিকী গণমাধ্যমকে জানান৷পরিবেশ অধিদপ্তর,চট্টগ্রামের অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্টের মাধ্যমে নিষিদ্ধ স্থানে ইটভাটা স্থাপন ও ইট পোড়ানোর অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারা লংঘনের দায়ে,এসএবি ইটভাটার ম্যনেজার কিরণ সিকদার কে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে লাইসেন্স ব্যতীত ইটভাটা স্থাপনের অপরাধে একই আইনের আওতায় এলএবি ইটভাটার ম্যানেজার মোঃ জহির কে একই অপরাধে একই আইনের আওতায় এইচএবি ইটভাটা ম্যানেজার ফজলুল কাদের কে ০১ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। কারাদন্ড প্রাপ্ত আসামিদের চট্টগ্রাম জেলা কারাগারে প্রেরণের নিমিত্ত সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া অবৈধ ইটভাটাগুলির চুল্লীতে ফায়ার সার্ভিসের সহযোগিতায় পানি দিয়ে ইট পোড়ানো বন্ধ করা হয়েছে।উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন,সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী৷
এসময় মোবাইল কোর্টে সহযোগিতা করেন,নুর হোসেন সজীব, সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়, ফায়ার সার্ভিস, সাতকানিয়ার সিনিয়র স্টেশন অফিসার, পুলিশের এসআই ছালামত ও তাদের টিম এবং উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।জনস্বার্থে উপজেলা প্রশাসন, সাতকানিয়া, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
মন্তব্য