আব্দুল্লাহ আল মারুফ,সাতকানিয়া চট্টগ্রাম >>> চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড ভোয়ালিয়া পাড়ায় গভীর রাতে বহিরাগত সন্ত্রাসী এনে,বাড়ির মালিককে বেঁধে রেখে নির্মাণাধীন বাড়ির ছাদের কার্নিশ ভাঙচুর করার অভিযোগ উঠেছে একই এলাকার বাদশা মিয়ার ছেলে, ইদ্রিছ গং এর বিরুদ্ধে।শুক্রবার (৩১ অক্টোবর)গভীর রাত ৩ টার দিকে, পৌরসভার ভোয়ালিয়া পাড়া ৭ নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।ভুক্তভোগী হানিফ জানান,আনুমানিক রাত তিনটার দিকে আমার পার্শ্ববর্তী প্রতিবেশী ইদ্রিছ গং এর নেতৃত্বে ২০-৩০ জন বহিরাগত সন্ত্রাসী এনে আমাকে বেঁধে ফেলে,মারধর করে,এরপর বাড়ির ছাদের উপর উঠে গ্যারান্টার মেশিন দিয়ে আমার নির্মানধীন বাড়ির ছাদ কেটে ফেলে,বহিরাগত সন্ত্রাসীরা চলে যাওয়ার সময় ইদ্রিছ গংদের তাদের সাথে দেখা যায়।পরে ৯৯৯ ফোন দেওয়ার পর পুলিশ এসে তা পরিদর্শন করেন। পরে আমি সাতকানিয়া থানায় তাদের বিরুদ্ধে মামলা করার চেষ্টা করলেও পুলিশ তদন্ত করে মামলা নিবেন বলে আমাদের জানিয়েছেন।কিন্তু দুঃখের বিষয় হল, ঘটনার ছত্রিশ ঘন্টা অতিবাহিত হলেও পুলিশের তদন্ত এখনো শেষ হয়নি।ভুক্তভোগী নুরজাহান বেগম বলেন,এ বিষয়ে এর আগে ইউএনও অফিসে প্রতিকার চেয়ে আবেদন করা হয়েছে,কিন্তু তারা আছেন নীরব ভূমিকায়, কোন ধরনের সহযোগিতা করা হচ্ছে না।গত সেপ্টেম্বরের ৯ তারিখ সাতকানিয়া থানায় অভিযোগ করা হয়েছিল,থানা কর্তৃপক্ষ বিবাদী পক্ষকে বারবার ফোন দেওয়ার পরও তারা থানায় হাজির হননি।কারণ তারা জানে,কাগজপত্র সূত্রে তারা কোন জায়গা আমাদের কাছ থেকে পাবে না।তাই রাতের আধারে বহিরাগত সন্ত্রাসী এনে আমাদের বাড়ির ছাদ,ভাঙচুর করেছে,আমরা এই বিষয়ের সংশ্লিষ্ট প্রশাসনের আশ্রয় চাই।সরাসরি অভিযুক্তদের বাসায় যোগাযোগ করা হলে,তারা মিডিয়াতে কোন বক্তব্য দিতে রাজি হননি তাই তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।সাতকাকানিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আবু মাহমুদ কাওসার জানান,এবিষয়ে অভিযোগ পেয়েছি।এবং ঘটনাস্থলে আমাদের পুলিশ গিয়েছিল। তদন্ত সাপেক্ষে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।











মন্তব্য