নিউজ ডেক্স >>> দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় মাটির ঘর ভাঙ্গার সময় দেয়াল ধসে এক যুবকের মৃত্যু হয়েছে।১৪ মে (বুধবার) রাত ৮ টার দিকে উপজেলার এওচিয়া ইউনিয়নের আলীনগর এলাকায় এ ঘটনা ঘটে।নিহত মোহাম্মদ শাহেদ (২০) উপজেলার এওচিয়া ইউনিয়নের আলীনগর তাল পুকুরপাড় এলাকার আবুল বশর (প্রকাশ বশর কোম্পানির) পুত্র।স্থানীয়সূত্রে জানা যায়, নিহত মোহাম্মদ শাহেদ রাজমিস্ত্রীর কাজ সেরে পার্শ্ববর্তী এক বাড়িতে ঘর ভাঙ্গার সময় দেয়াল ধসে তার গায়ে পড়ে.দ্রুত তাকে উদ্ধার করে সাতকানিয়া আলফা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে।সাতকানিয়া আলফা হাসপাতালের চিকিৎসক আনিছুর রহমান বলেন বাড়ির দেয়াল ধসে পড়ে বুকের হাড্ডি ভেঙ্গে গেছে। তাকে হাসপাতালে আনার আগে পথেই মৃত্যু হয়।
মন্তব্য