আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক>>> চট্টগ্রামের সাতকানিয়ায় বিএসটিআই এর লাইসেন্স না থাকা ও পণ্যের ওজন ও পরিমাপ মোড়কে উল্লেখ না থাকা,অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে তিন প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।রবিবার ৮ ডিসেম্বর উপজেলার জনার কেওচিয়ার মাদারবারিতে ৩টি বেকারীতে এই অভিযান চালানো হয়।দন্ডিত বেকারি তিনটি হলো-চিটাগাং বেকারি,দয়াল বেকারি,চিশতিয়া ফুডস,ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।অভিযানে সহযোগিতা করেন,বিএসটিআই এর ফিল্ড ইন্সপেক্টর জনাব খাইরুল ইসলাম সজীব চৌধুরী,সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম বলেন,সাতকানিয়ার জনার কেওচিয়ার মাদারবারিতে ৩টি বেকারী ফ্যাক্টরি তে বিএসটিআই এর লাইসেন্স না থাকা ও পণ্যের ওজন ও পরিমাপ মোড়কে উল্লেখ না থাকায় বিএসটিআই আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ৩টি মামলায় ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
মন্তব্য