আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার মৌলভীর দোকানস্থ এলাকায় বেপরোয়া গতির কাভার্ডভ্যান চাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।নিহতের নাম মাহফুজুর রহমান (২৯)। তিনি মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার মাদিয়াপাড়া গ্রামের মো. আব্দুল লতিফ শেখের ছেলে। আবুল খায়ের টোবাগো কোম্পানির সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার (১৬ নভেম্বর) দুপুর আনুমানিক সাড়ে বারোটায় চট্টগ্রাম অভিমুখী বেপরোয়া গতির কাভার্ডভ্যান ঢাকামেট্টো ট- ১৮-১৭০৭ মাহফুজুর রহমানের মোটরসাইকেল ঢাকা মেট্রো-হ ৩০-৫৬৭৮ কে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, কাভার্ডভ্যানের চাপায় একজন মোটরসাইকেল আরোহীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কাভার্ডভ্যানটি আটক করলেও চালক পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য