মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধি >>> খেলাধুলায় পিছিয়ে নেই মালদ্বীপ প্রবাসীরা প্রবাসে লাল সবুজের পতাকার সম্মান অক্ষুন্ন রাখতে দ্বীপরাষ্ট্র মালদ্বীপে প্রবাসী বাংলাদেশী ও ব্যবসায়ীদের আয়োজনে উৎসাহ আর উদ্দীপনায় অনুষ্ঠিত হয় খেলাধুলা সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, যা ভিনদেশীদের কাছে বাংলাদেশের সুনাম বয়ে আনে, তারই ধারাবাহিকতায় দেশীয় ফুটবল ক্লাব ডি,এফ,টির আয়োজনে, বাংলাদেশী ব্যবসায়ী প্রতিষ্ঠান ঢাকা ট্রেডার্সের (গুণগতও স্বাস্থ্যসম্মত) রাণী গুড়া মসল্লার ইনপোর্ট এন্ড মার্কেটিং এর সৌজন্যে আন্তর্জাতিক ফুটসাল টুর্নামেন্ট ভাষার মাস গত ২৮ শে ফেব্রুয়ারী শুক্রবার অনুষ্ঠিত হয়। মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে, বাংলাদেশ ভারত নেপাল শ্রীলঙ্কাসহ পাঁচ দেশের মোট বিশটি টিম সেখানে অংশগ্রহণ করেন। ফাইনাল খেলায় শ্রীলংকান লায়ন্স ক্লাবকে হারিয়ে জয় ছিনিয়ে নেয় প্রবাসী বাংলাদেশীদের তিলাফুসি ফুটবল ক্লাব। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপস্থ ভারপ্রাপ্ত হাইকমিশনার জনাব সোহেল পারভেজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ বি এন পির সভাপতি জনাব মোঃ খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম। বিজয়ী দল ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সহ সকল অতিথিরা বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে ফাইনাল খেলা উপভোগ করতে উপস্থিত হওয়ায় সকল খেলোয়াড় টিম ম্যানেজার প্রধান অতিথি ও বিশেষ অতিথি সহ উপস্থিত সকলকে ধন্যবাদ জানান ফুটসাল টুর্নামেন্টের স্পন্সর ঢাকা ট্রেডার্সের কর্ণধার ব্যবসায়ী মোহাম্মদ বাবুল হোসেন।
মন্তব্য