মোঃনুর হোসাইন পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি >>> খাগড়াছড়ি সীমান্তবর্তী জেলার পানছড়ি উপজেলার ৫ নং উল্টাছড়ি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মোল্লাপাড়ায় শহিদ ইকবাল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা তাওহিদুল ইসলাম সাহেবকে রাজকীয় ও আবেগঘন বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।শনিবার বিকেলে নিচের মোল্লাপাড়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।দীর্ঘ ৯ বছর ধরে মসজিদে ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসা মাওলানা তাওহিদুল ইসলাম সাহেব ধর্মীয় ও সামাজিক জীবনে অনন্য ভূমিকা রেখে গেছেন। বিদায়ের মুহূর্তে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন এবং উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।এ সময় এলাকার সকল স্তরের জনগণ উপস্থিত থেকে ইমাম সাহেবকে নগদ অর্থ ও বিভিন্ন উপহার প্রদান করেন। বিদায় শেষে তাঁকে ফুলে সজ্জিত প্রাইভেট কার ও মোটরসাইকেল মহড়া দিয়ে তাঁর নিজ বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার উদ্দেশ্যে বিদায় জানানো হয়।স্থানীয়রা জানান, পানছড়িতে এটি ছিল প্রথম কোনো মসজিদের ইমামকে এভাবে রাজকীয় ও জমকালো বিদায় সংবর্ধনা দেওয়ার নজির। এই আয়োজন মুসলিম সমাজে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলে তাঁরা মন্তব্য করেন।অনুষ্ঠান শেষে ইমাম সাহেবের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।











মন্তব্য