নুর নবী আহমেদ চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি বাংলাদেশ সংবাদ প্রতিদিন>>> নোয়াখালী কোম্পানীগঞ্জে মুছাপুর ক্লোজার দ্রুত পুনর্নির্মাণের দাবিতে এলাকাবসীর সংবাদ সম্মেলন কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ক্লোজার দ্রুত পুনর্নির্মাণের দাবিতে আজ বিকাল ৩টায় মুছাপুরে এক সংবাদ সম্মেলন করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম শিকদার।এ সময় আরো উপস্থিত ছিলেন মুছাপুর ইউনিয়ন বিএনপির সমাধান সম্পাদক মাষ্টার মাইন উদ্দিন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।এলাকাবাসীর পক্ষে সাবেক মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্লোজার পুনর্নির্মাণের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানান।তিনি বলেন মুছাপুর ক্লোজার এলাকার মানুষের জানমাল রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।দ্রুত এটি পুনর্নির্মাণ করা না হলে এলাকাবাসী চরম দুর্ভোগে পড়বে।অন্যদিগে এলাকার বাঁধভাঙ্গা মানুষ যাযাবরের মত জীবন যাপন করেছে বলে অভিযোগের করেছে অর্ধশতাধিক নারী পুরুষ।তারা জানান এখন পর্যন্ত তাদের কোন পুনবাসনের উদ্যোগ গ্রহণ করেনি সরকার।নুর আলম শিকদার আরও দাবি করেন, ক্লোজার পুনর্নির্মাণ কাজে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করা হলে তা এলাকার কর্মসংস্থান বৃদ্ধিতে সহায়তা করবে।এদিকে সংবাদ সম্মেলনে আরো অভিযোগ করেন জিআই ব্যাগে বালু না দিয়ে মাটি দেওয়া হচ্ছে।সোনাগাজীর সন্ত্রাসীদেরকে ঠিকাদারের দায়িত্ব দিয়ে সুযোগ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে।এই কাজটি বরাদ্দ হলেও তা কেন কচ্ছপের গতিতে চলছে?এভাবে হলে আগামী বর্ষাতে পুরো কোম্পানীগঞ্জ নোনা পানিতে আবারো ডুবে যেতে পারে।দ্রুত পূর্ব প্রান্ত কেটে পশ্চিম প্রান্তে ব্লক দিয়ে ভরাটের আহবান জানান।এই ঠিকাদার সঠিক ভাবে কাজ করছে না বলে অভিযোগ করে অনেকে।এ সময় এলাকাবাসী ঐক্যবদ্ধভাবে সরকারের কাছে তাদের দাবি জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
মন্তব্য