১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়া মুন্সেফ বাজারের টাইলস স্থাপন কাজের উদ্বোধন করলেন ইউএনও তহবিল কমানো নয়: ইএইচএফ ২০২৫ আমাদের একত্রিত করেছে কিশোরগঞ্জকে দেশের সেরা উপজেলা উপহার দিতে চান নবাগত ইউএনও প্রীতম সাহা সখিপুরে ইউক্যালিপটাস ও আকাশমণির ৫৩ হাজার চারা ধ্বংস ওসমানিয়া মাদ্রাসার কমিটি ও শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদ সম্মেলন মোংলা-ঢাকা আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে মানববন্ধন, রেলপথ মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান। বিরামহীন বৃষ্টিতে পটুয়াখালীতে জনদুর্ভোগ বেড়েছে। দীর্ঘ ৪৫ বছর ধরে  একই গ্রেডের চাকরি, বৈষম্য থেকে মুক্তি পেতে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে বান্দরবানে অবস্থান কর্মসূচি তরুণদের উন্নয়নমুখী সাংবাদিকতায় সম্পৃক্ত করতে রাজধানীতে অনুষ্ঠিত হলো Gen-Z Media Camp 2025 অশ্রুসিক্ত মোনাজাত আর আমীন আমীন ধ্বনিতে সমাপ্তি হলো, মদিনার জামাতের দুইদিন ব্যাপী আশুরার মাহফিল
আন্তর্জাতিক:
ইরানী’র ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ‘মূল প্রযুক্তির গুঁড়িয়ে দিয়েছে কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলা করল ইরান ইসরাইলি হামলায় ১১ দিনে ইরানে নিহত ৫০০ রোহিঙ্গা সংকট মোকাবেলায় স্থানীয় নেতৃত্বের কোন বিকল্প নেই। কোস্ট ফাউন্ডেশনের আন্তর্জাতিক শরনার্থী দিবসের আলোচনা সভায় বক্তারা ঈদের পর লন্ডন সফরে যাচ্ছেন ড. ইউনূস রাতব্যাপী আলোচনার পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত-পাকিস্তান, ঘোষণা ট্রাম্পের পাকিস্তানি বাহিনীর গুলিতে ৫০ ভারতীয় সেনা নিহত’ ভারতের ১৫টি শহরে পাকিস্তানের পাল্টা হামলা, উভয় দেশে তীব্র সামরিক উত্তেজনা   ভারতের ১২ ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানে যুদ্ধের প্রস্তুতি শুরু করেছে ভারত
  • প্রচ্ছদ
  • অন্যান্য >> রাজশাহী
  • ভুল সিজারে প্রসূতির মৃত্যু, অভিযোগ পরিবারের
  • ভুল সিজারে প্রসূতির মৃত্যু, অভিযোগ পরিবারের

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    মোঃআল-আমিন হোসেন,রাজশাহী>>> রাজশাহী নগরীর সিএনবি মোড়ের কাছে রাজশাহী পুলিশ হেডকোয়ার্টার(আরএমপি)অফিসের বিপরীতে ২তলা অবস্থিত একটি বাসভবনের পদ্মা নামে ক্লিনিক।সম্প্রতি এই ক্লিনিকে এক প্রসূতি নারীর সিজার করার পর রক্তখনন অবস্থায় আবারও দ্বিতীয়বার অপারেশন করা হয়। পরে প্রসূতির অবস্থা আরও অবনতি হলে স্বজনরা উন্নত চিকিৎসার জন্য দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে নেয়। সেখানেও অবস্থা উন্নত না হওয়ায় ঢাকা বেসরকারি হাসপাতালে ২২দিনের ব্যবধানে তার মৃত্যু হয়।জানা যায় গত (৮ অক্টোবর) মাহমুদা নামে একজন প্রসূতি নারী ডাঃ শিপ্রার কাছে সিজার করবে বলে এই পদ্মা ক্লিনিকে ভর্তি হয়।পরদিন (৯অক্টোম্বর) সকাল ১টার সময় ডাঃ শিপ্রার মাধ্যমে সিজার হয় তার।সিজারের পর রাতে সেলাই থেকে রক্তখনন শুরু হয়।রক্তখনন শুরু হলে কর্মরত নার্সকে জানায় মাহামুদার পরিবার। নার্সকে জানানোর পরে তারা একটু ধৈর্য ধরেন ঠিক হয়ে যাবে বলেন।তারপরেও যন্ত্রণা এবং রক্তখনন বেশি হতে থাকে সেই প্রসূতি নারী মাহামুদার।অবস্থা খারাপের দিকে গেলে মাহামুদার পরিবার ডাক্তারকে খোঁজ করতে থাকেন।কিন্তু সেখানে তারা কোন ডাক্তারের খোঁজ পায়না।পরদিন (১০অক্টোম্বর) সকাল ১২টায় ডাক্তার আসলে সমস্যার কথা জানানো হলে ক্লিনিক কর্তৃপক্ষ আবারও সিদ্ধান্ত নেই অপারেশন করার।আবারও অপারেশন শেষ করলেও রুগীর অবস্থার উন্নতি হয় না। ডাক্তারকে জানাই রুগীর অবস্থা ভালো না।তখনই ক্লিনিক থেকে ডাক্তারসহ সকলেই পালানোর মত অবস্থা।রোগীর অবস্থা খারাপ হলে নেওয়া হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল আইসিইউতে।রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ১দিন থাকার পর রুগীর অবস্থা উন্নত না হলে চিকিৎসকের পরামর্শে ঢাকায় একটি বেসরকারি হাসপাতাল এভার কেয়ারে ভর্তি করা হয়।সেখানে (৩দিন) লাইভ সাপোর্টে থাকার পরে অবস্থার উন্নতি না হলে চিকিৎসা খরচ ব্যয়বহল হওয়ার কারনে সেখান থেকে ঢাকা পপুলার ধানমন্ডি-২ ভর্তি করানো হয় মাহামুদাকে।সেখানে তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে (৩১অক্টম্বর) আনুমানিক সকাল সাড়ে দশটায় মৃত্যু বরন করে।এবিষয়ে মাহামুদার ভাই মো: মাফিকুল ইসলাম অভিযোগ করে বলেন,গত (৮অক্টোম্বর) শুত্রুবার সকালে আমার ছোট বোন মাহমুদা খাতুনকে সিজার করানোর জন্য ভর্তি করা হয় রাজশাহীর সিএনবি মোড়ে অবস্থিত পদ্মা ক্লিনিকে।সেদিন সকাল ১১টার সময় গাইনি বিশেষজ্ঞ ডাঃ শিপ্রা চৌধরী তার বোনের সিজার করে।সিজার করার পর রাত থেকে শারীরিক অবস্থা ব্যাথা,যন্ত্রণায় চিৎকার শুরু করে।এরপরে আমার বড়বোন নার্সকে জানায়,কিন্তুু ডাক্তার না থাকায় অবস্থা বেশি খারাপ হয়।আমার বোনের ভুল সিজার করায় মৃত্যু বরন করে।মোঃ মাফিকুল ইসলাম আরও বলেন, আমাদের এখন সন্দেহ হয় পরিচালক ডাক্তার ফাইম, ম্যানেজিং ডিরেক্টর ডাক্তার নাদিয়া আজিম,ডাক্তার ফার্জানা এবং ডাক্তার ইয়াহিয়া ফেরদৌস আলম আবিরের পরিচালনায় ধোঁয়াশা থেকে যায় তারা ডাক্তার কি না।আমরা চায় এই হাসপাতাল বা ক্লিনিকে আর কেউ যেন ভুল অপারেশন মৃত্যু না হয়।আমরা এর বিচার চাই।তবে বাবার কোলে ফুটফুটে শিশু কিন্তু সিজার করানোর সময় ভুল চিকিৎসায় তার মা মাহমুদা খাতুন মারা গেলেও ভাগ্যক্রমে শিশুটি বেঁচে আছে।এবিষয়ে পদ্মা ক্লিনিক কর্তৃপক্ষের কাছে তথ্য নিতে গেলে তারা প্রথমে তথ্য দিতে অস্বীকার করে। বার বার তথ্য দিবে বলে সময় নিয়ে তথ্য দেয় না।পরে তথ্য দিবে সত্যে বলেন আমরা কোন রেকর্ড তথ্য দিব না।আপনারা চাইলে লিখে নিতে পারেন।তখন অনুসন্ধান রিপোর্টের জন্য গোপনে অডিও ভিডিও রেকর্ড করা হয়।রুগী মৃত্যুর বিষয়ে পদ্মা ক্লিনিক কর্তৃপক্ষ অস্বীকার করে বলেন, আমাদের সিজারে কোন সমস্যা হয়নি,ডাক্তার ডাঃ শিপ্রা সিজার করেছেন উনি ভালো বলতে পারবেন।আমাদের ধারণা রোগীর অতিরিক্ত রক্তখননে বেশি সমস্যা হয়েছে।পরে তার পরিবার রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি করে।সেই থেকে আমরা আর কিছুই জানি না।অপারেশনের টাকা রোগীর কাছে থেকে নিয়েছেন কি না প্রশ্নে তারা বলেন আমরা ছাড় দিয়েছি মানবতার খাতিরে।রাতে ডাক্তার থাকে না অভিযোগে বলেন সেই দিন মৌ নামে ডাক্তার ছিল,কিন্তুু ডাঃ মৌ এর কোন তথ্য দিতে অস্বীকার করে সাংবাদিকদের কাছে।এবিষয়ে সিভিল সার্জন ডা. আবু সাইদ মোহাম্মদ ফারুক বলেন,আমার কাছে এরকম কোন অভিযোগ আসেনি।পদ্মা ক্লিনিকে ডাক্তার থাকে না অভিযোগে সিভিল সার্জন জানান,আপনিও জানেন যেসব প্রতিষ্ঠানে অপারেশন,ইনজেকশন এগুলো নিয়ে কাজ হবে সেখানে সবসময় ডাক্তার থাকতে হবে।আর ডাক্তার থাকে না বিষয়ে আমি খুব শীঘ্রই অভিযান করব এবং অভিযোগের সত্যতা পেলে পদ্মা ক্লিনিকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

    মন্তব্য

    আরও পড়ুন

    পটিয়া মুন্সেফ বাজারের টাইলস স্থাপন কাজের উদ্বোধন করলেন ইউএনও
    কিশোরগঞ্জকে দেশের সেরা উপজেলা উপহার দিতে চান নবাগত ইউএনও প্রীতম সাহা
    সখিপুরে ইউক্যালিপটাস ও আকাশমণির ৫৩ হাজার চারা ধ্বংস
    ওসমানিয়া মাদ্রাসার কমিটি ও শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদ সম্মেলন
    মোংলা-ঢাকা আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে মানববন্ধন, রেলপথ মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান।
    বিরামহীন বৃষ্টিতে পটুয়াখালীতে জনদুর্ভোগ বেড়েছে।
    দীর্ঘ ৪৫ বছর ধরে  একই গ্রেডের চাকরি, বৈষম্য থেকে মুক্তি পেতে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে বান্দরবানে অবস্থান কর্মসূচি
    তরুণদের উন্নয়নমুখী সাংবাদিকতায় সম্পৃক্ত করতে রাজধানীতে অনুষ্ঠিত হলো Gen-Z Media Camp 2025

    You cannot copy content of this page