মোঃ সিহাবুল আলম সম্রাট বিভাগীয় ব্যুরো চিফ,রাজশাহী>>>রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বেলপুকুরিয়ার (০২নং বেলপুকুরিয়া ইউনিয়ন পরিষদ) ০১নং ওয়ার্ড বাসপুকুরিয়ায় নতুন বছর ২০২৫ ইং সাল উপলক্ষে বেলপুকুরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সেক্রেটারি ও ০১নং ওয়ার্ড সাবেক মেম্বার মোঃ ওয়াহেদ আলীর উদ্যোগে এক প্রীতি ভোজের আয়োজন করেন।০৩ জানুয়ারি,২০২৫ ইং সোমবার বেলপুকুরিয়া ইউপি সেক্রেটারি ও ০১নং ওয়ার্ড সাবেক মেম্বার মোঃ ওয়াহেদ আলীর নিজ বাড়িতে খাসি-পোলাউ ভোজের আয়োজন করেন।উক্ত প্রীতি ভোজের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র নেতাকর্মী ও তার অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মীগণ।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ০১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ লোকমান আলী, সিনিয়র নেতা মোঃ ইউনুছ আলী-দোমাদী, সিনিয়র নেতা মোঃ তাহাজ উদ্দিন-দোমাদী, মোঃ নাদিম মোস্তফা-সভাপতি(দোমাদী আদর্শ কৃষি ক্লাব) ও বৈষম্য বিরোধী ছাত্রন্দোলনের সমন্বয়ক, সাবেক ছাত্র নেতা মোঃ সুজন, মো: রাজু আহমেদ সিজার বানেশ্বর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ক্যান্ডিডেট, মো: নিলয় বাদশা পুঠিয়া উপজেলা ছাত্রদলের সেক্রেটারি ক্যান্ডিডেট, মোঃ আঃ সালাম, মোঃ আবু কালাম, মোঃ হাবিবুল বাশার- ছাত্রদলের সাবেক ওয়ার্ড সেক্রেটারি ও দোমাদী আদর্শ কৃষি ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক, মোঃ মাসুদ রানা, মোঃ আজিজুল হক আরেজ পির, বানেশ্বর সরকারি কলেজ ছাত্রদল সোহানুর রহমান সোহান, নাসিম নাহিদ, মোঃ মাঞ্জুর, মোঃ সুখতার, মোঃ তৈয়ব, মাজদুল, তারেক, মোঃ ইয়াছিন আলী, মোঃ নজরুল, সালাম, আকরাম, আবুল কালাম আজাদ, ইয়াসিন,খাইরুল,জিন্নাত, এবাদুল ,ইন্তাজ, শাহীন, হান্নান, ছায়েদ, আনিসুর, বাবু, শামীম, শরিফ, নাজমুল, সোহানুর, , নাহিদ, মিঠুন, উজ্জ্বল, ইমন, রাজন, মালেক গাজী, ইউসুফ গাজী, কামরুল, রাজু, আনোয়ার, হাশেম, কাশেম ও বিএনপির স্থানীয় নেতাকর্মী এবং এলাকার সাধারণ মানুষ।
মন্তব্য