আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম>>> ফেসবুক পোস্টে ‘হা-হা’ রিয়েক্ট দেয়ায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে,ফেনীর সদর উপজেলার পশ্চিম সোনাপুর গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটেছে।এ ঘটনায় চার তরুণ ছুরিকাঘাতে আহত হয়েছে বলে জানা গেছে, যার মধ্যে দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহতরা হলেন- পশ্চিম সোনাপুর গ্রামের নুরুল আবছারের ছেলে মো. অমিত হাসান (১৮), এয়াকুব মিয়ার পুত্র জিসান (১৭) সিরাজুল ইসলামের পুত্র শরীফুল ইসলাম (১৭),মো. শাহীনের পুত্র রিজন (১৬)।আহতরা সবাই মাধ্যমিকের শিক্ষার্থী বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,কয়েকদিন আগে অমিত হাসানের ফেসবুক পোস্টে ‘হা হা’ রিয়েক্ট দেন নিলয় নামে একই এলাকার এক কিশোর।একপর্যায়ে পকেট থেকে টিপ ছুরি বের করে অমতিসহ বাকিদের ওপর হামলা করে নিলয়। এতে অমিতসহ চারজন আহত হন।পরে গুরুতর আহত অবস্থায় রিজন ও শরীফকে চট্টগ্রাম মেডিকেল কলেজ রেফার্ড করা হয়েছে।বাকি দুইজন ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।আহত রিজন জানান,আমরা তাঁকে (নিলয়) কিছু বলিনি।অমিত ভাই শুধু জানতে চেয়েছিলেন কেন ‘‘হা হা’’ রিয়েক্ট দিয়েছে।এতেই সে রেগে গিয়ে আমাদের ওপর আক্রমণ শুরু করে।ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাইদুর রহমান জানান,আহত চারজনের মধ্যে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।আর ১ জনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।অন্য একজনকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন বলেও জানান তিনি।ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা জানান,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।অভিযুক্ত নিলয়কে আটক করতে পুলিশ তৎপর রয়েছে।
মন্তব্য