মিজানুর রহমান বিশেষ প্রতিনিধি ফরিদপুর>>> ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম বিশ্বরোডে ট্রাক এর ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে।২৪ নভেম্বর রবিবার সকাল আনুমানিক ৮ টার দিকে বাড়ি থেকে প্রতিদিনের মতনই কাজের উদ্দেশ্যে মালিগ্রামের দিকে যাওয়ার পথে মাহিন্দ্র গাড়ি থামিয়ে রাস্তার পাশে আপন কাজ শেষ করে গাড়ির গাড়ীতে উঠার সময় অপর দিক থেকে চলন্ত ট্রাক এসে তাকে ধাক্কা মেরে ফেলে দেয়।জিহাদ ঘটনা স্থলে মারা যায় বলেন তার সহপাঠীরা।সহপাঠীরা বলেন ভবুকদিয়া বাসস্ট্যান্ড থেকে মাহেন্দ্র গাড়ীতে মাছ ধরার জন্য মালিগ্রাম নাউডুবা যাওয়ার পথে মালিগ্রাম বাজারে পৌছানোর আগে পেশাব করে হেটে আসার সময় ঢাকা দিক থেকে ভাংগার দিকে ছেড়ে আসা চলন্ত ট্রাক জিহাদ কে ধাক্কা দেয়।স্থানীয় সূত্রে জানা যায় জিহাদ এর বাড়ি নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের পোড়াদিয়া গ্রামে।জিহাদ এর পিতার নাম ইউসুফ আলী শেখ।ভাংগা থানার ওসি মোঃ মোকছেদুর রহমান বলেন,দুর্ঘটনার পর একটি লোক থানায় এসেছিল শুনেছি হাসপাতাল থেকে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে।তবে এবিষয় কোন অভিযোগ করেনি যদি অভিযোগ করে সে মুতাবেক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য