আব্দুল কাদের চৌধুরী,স্টাফ রিপোর্টার >>> চট্টগ্রাম জেলার উপজেলা ফটিকছড়ির পৌরসভা ১ নং ওয়ার্ডের খোরশেদুল আলম প্রকাশ লেদু (৫৫),পিতা- মৃত আজিজুর রহমান,অছি মিয়া কেরানী বাড়ী,উত্তর রাঙ্গামাটিয়া, শুক্রবার দিবাগত রাতে বসত ঘরের উত্তর পাশে আম গাছের সাথে গলায় রশি দিয়ে আত্নহত্যা করে।থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। অস্হিরতায় হতাশাগ্রস্হ হয়ে লেদু আত্নহত্যা করেছে বলে দাবী করছেন তার ২য় স্ত্রী। ১ ম স্ত্রী – ৪ পুত্র, ২ মেয়ে নিয়ে আরেক জনের সাথে সংসার করে আসছিল। পরে খোরশেদ আবার বিয়ে করে। বর্তমানে তার ২য় স্ত্রী ২ মেয়ে, ১ ছেলে।১ম স্ত্রী’র পুত্রগন পিত্রালয়ের জায়গায় বসত ঘর করতে চাই। এ নিয়ে পারিবারিক বিরোধ দেখা দেয়। ঘটনার রাতে প্রায় ৩ ঘটিকা পর্যন্ত লেদু ঘরের উঠানে বিড়ি টানছিলো বলে প্রতিবেশি এক সিএনজি চালক জানান। সংসারের অভাব,২ সংসারের বিভিন্ন জটিল বিষয় নিয়ে দুশ্চিন্তাগ্রস্হ হয়ে এই কাজ করেছে বলে অনুমান করছেন তার ২য় স্ত্রী।
মন্তব্য