পেকুয়া প্রতিনিধি >>> কক্সবাজারের পেকুয়া উপজেলা প্রশাসন ইটভাটায় অভিযান চালিয়ে দুটি অবৈধ ইটভাটা সিলগালা করা হয়েছে।আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বারবাকিয়ার বারইয়্যাকাটা ও টইটংয়ের নাপিতখালী এলাকায় অবৈধভাবে গড়ে উঠা আর বি এম এবং এ বি এম নামক ২টি ইটভাটায় অভিযান পরিচালনার সময় বৈধ কাগজপত্র না থাকায় ইটভাটা ২টি সিলগালা করে দেন ভ্রাম্যমান আদালত। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মঈনুল ইসলাম চৌধুরী ও সহকারূ কমিশনার (ভূমি) নুর পেয়ারা বেগম ।পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, পেকুয়া উপজেলার বারবাকিয়ার বারইয়্যাকাটায় ও টইটংয়ের নাপিতখালী এলাকায় অবৈধভাবে গড়ে উঠা দুইটি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় ৪টি মেশিন এবং অবৈধভাবে ইটভাটা গড়ে তোলার দায়ে আর বি এম ইটভাটার মালিককে ১লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা হয়েছে।তিনি আরো জানান, ইটভাটা ২টিতে পরিবেশ অধিদপ্তরের কোন ধরণের ছাড় পত্র না থাকার কারণে এ বি এম এবং আর বি এম এ ২ ইটভাটা সিলগালা করা হয়েছে।পরিবেশ ধ্বংসের সাথে জড়িতদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য