সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রতিনিধি >>> রাজশাহীর পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া, জিউপাড়া ইউনিয়নে অবৈধভাবে পুকুর খনন বন্ধে ভ্রাম্যমান মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। আজ শনিবার বেলা ১২ টার দিকে পুঠিয়া থানা পুলিশের সহায়তায় সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসায় এই অভিযান পরিচালনা করেন।এ সময় ইউনিয়নের সাতবাড়িয়াস্থ লেপপাড়া নামক স্থানে অনুমোদনহীন স্থান হতে অবৈধভাবে ভূ-গর্ভস্থ মাটি কর্তন ও উত্তোলনপূর্বক ইটভাটায় সরবরাহকরণের অপরাধে মাটি পরিবহনের কাজে ব্যবহৃত গাড়ির চালককে ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩’ এর ১৫(১)(খ) ধারায় ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সেই সাথে অবৈধভাবে মাটি কর্তন ও উত্তোলনের কাজে ব্যবহৃত এক্স্যাভেটর মেশিনের দু’টি ব্যাটারি জব্দতালিকামূলে জব্দ করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক।সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক জানান, পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া,জিউপাড়া ও ভাল্লুক গাছি এই ইউনিয়নগুলোতে পুকুর খনন শুরু হয়েছে জানতে পেরে আমরা ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট পরিচালনা করি। আমাদের এই ভ্রাম্যমান মোবাইল কোর্ট প্রতিনিয়তই পরিচালিত হবে। বেআইনিভাবে কোথাও মাটি উত্তোলন বা পুকুরে রূপান্তরিত করার চেষ্টা করলে পুকুরের পাশাপাশি ব্যক্তির নামেও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
মন্তব্য