আজিজুল ইসলাম,নেছারাবাদ,পিরোজপুর >>> পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ১নং বলদিয়া ইউনিয়নে চলছে একের পর এক উন্নয়ন কার্যক্রম—কোনো সরকারি বরাদ্দ ছাড়াই, পুরোপুরি স্বেচ্ছাশ্রম ও স্থানীয় অর্থায়নে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বনির্ভর আন্দোলনের আদর্শে অনুপ্রাণিত হয়ে গড়ে উঠেছে এ এক ব্যতিক্রমী উন্নয়নের ধারা।উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও স্থানীয় নেতা আব্দুল্লাহ আল-বেরুনী সৈকতের নেতৃত্বে গত কয়েক সপ্তাহে ইউনিয়নের বিভিন্ন গ্রামে পুল, সড়ক নির্মাণ ও সংস্কারসহ অন্তত ২২টিরও বেশি উন্নয়ন প্রকল্প সম্পন্ন হয়েছে, আরও কয়েকটি কাজ চলছে। এসব প্রকল্পে কোনো সরকারি সহায়তা ছাড়াই স্থানীয় জনগণের অর্থ ও শ্রমে এগিয়ে যাচ্ছে কাজগুলো।স্থানীয়দের মতে, বলদিয়া ইউনিয়নে সৃষ্টি হয়েছে এক অনন্য উদ্দীপনা—যেখানে এলাকার মানুষ, যুবসমাজ, দলীয় কর্মী ও সাধারণ জনগণ একসঙ্গে কাজ করে যাচ্ছেন নিজেদের গ্রামের উন্নয়নে।বলদিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. সাইফুল ইসলাম বলেন,“সবার আগে বলদিয়া—এই মূলমন্ত্রকে ধারণ করে আমরা ঐক্য, ভালোবাসা ও উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছি। সৈকত ভাইয়ের নেতৃত্বে আজ বলদিয়া ইউনিয়ন স্বনির্ভরতা ও জনসেবার এক দৃষ্টান্ত স্থাপন করেছে।”তিনি আরও বলেন,“আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নে কাজ করছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবেই এই প্রচেষ্টা চালানো হচ্ছে। এটি প্রমাণ করে বিএনপির রাজনীতি শুধু আন্দোলন নয়—জনগণের পাশে থেকে উন্নয়ন ও কল্যাণে নিবেদিত এক ইতিবাচক রাজনীতি।”এই উন্নয়ন উদ্যোগে অংশগ্রহণ করেছেন স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ। উপস্থিত ছিলেন—শরীফ মাসুদ পারভেজ, মো. আলাউদ্দিন মিয়া, মো. মহিউদ্দিন, মো. আবু জাফর, নাঈন চৌধুরী, অবসরপ্রাপ্ত সার্জেন্ট ওসমান গনি,মাস্টার এনামুল হক রতনও, মো. সুলতান মিয়া, রুহুল, নাঈম বাহাদুর, সৈকতসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।স্থানীয়দের আশা, এই ঐক্য ও স্বেচ্ছাশ্রমের ধারা বজায় থাকলে বলদিয়া ইউনিয়ন আগামী দিনে হবে স্বনির্ভর উন্নয়নের এক আদর্শ মডেল।











মন্তব্য