নবীগঞ্জ প্রতিনিধি >>> হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল গ্রামে প্রায় অর্ধশতাধিক পরিবারের একমাত্র একটি রাস্তার মেরামত কাজে বাঁধা প্রদান করে হামলা চালিয়ে আমীর উদ্দীন( ৪২),নামের এক সমাজকর্মীকে গুরুতর আহত করেছে গ্রামের কিছু উশৃংখল লোকজন৷ প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত আমীর উদ্দীনকে উদ্ধার করে পাশ্ববর্তী বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে৷ ঘটনাটি ঘটেছে গত রবিবার সকাল ১০টায়৷আহত সূত্রে জানাযায়, উপজেলার গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল গ্রামস্থ ( পুরান বাড়ী’র) মৃত নূর উদ্দীনের পুত্র আমীর উদ্দিন সহ আরো অনেকেই তাদের প্রায় অর্ধশতাধিক পরিবারের যাতায়াতের একটি রাস্তা মেরামতের উদ্যোগ নেন৷ এরই প্রেক্ষিতে ঘটনার সময় সকাল ১০টায় রাস্তাটি মেরামত করতে আমীর উদ্দীনের চাচাতো ভাই শাহিন মিয়া ও শ্রমিক ফটিক মিয়াকে রাস্তা মেরামতকালে বাঁধা প্রদান করে হামলা চালায় একই গ্রামের মৃত উজির মাম্মদের পুত্র উশৃংখল ব্যক্তি মুহিদ মিয়া, শহিদ মিয়া, ইদ্রিস আলী ও তার ছেলে রাসেল মিয়া এবং তাদের লোকজন, তবে স্থানীয়দের আপ্রাণ প্রচেষ্টায় শ্রমিকগন প্রাণে রক্ষা পান৷ এখবর পেয়ে আমীর উদ্দীন স্থানীয় গোপলার বাজার পুলিশ তদন্তকেন্দ্রে বিষয়টি অবহিত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন৷ এঘটনার জেরধরে আমীর উদ্দিন বাড়ী ফেরার পথিমধ্যেপূর্ব পরিকল্পিত ভাবে মুহিদ মিয়া ও তার লোকজন ধারালো অস্ত্র নিয়ে আমীর উদ্দিনের পথরোধ করে তার উপর উপর্যুপরি হামলা করে কুপিয়ে তাকে রক্তাক্ত জখম করা হয়৷ এসময় তার আর্ত চিৎকারে আশপাশের লোকজন এসে তাদের কবল থেকে আমীর উদ্দিনকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন৷ খবর পেয়ে গোপলার বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে৷ উল্লেখিত ঘটনায় গ্রামে উভয় পক্ষের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে৷ এ ঘটনার আমির উদ্দিন ও তার লোকজন প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন৷
মন্তব্য