মিজানুর রহমান বিশেষ প্রতিনিধি ফরিদপুর>>> ফরিদপুরের নগরকান্দা প্রেসক্লাবের নব -নির্বাচিত কমিটির সদস্যদের শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার বিকালে নগরকান্দা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ কে এম সাইয়াদুর রহমান বাবলু।এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ও সাবেক সভাপতি মোঃ শামসুল হুদা হুদু,সদ্য বিদায়ী স়ভাপতি ও নির্বাচন কমিশনার মাহাবুব আহাদ এবং সম্মানিত সদস্যবৃন্দ।শপথ গ্রহন করেন নব নির্বাচিত সভাপতি শওকত আলী শরীফ ( ঢাকা প্রতিদিন)সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন ( মানবজমিন), সহ-সভাপতি বেলায়েত হোসেন লিটন ( খবরপত্র),সহ সভাপতি এহসানুল হক মিয়া ( খোলা চোখ) সহ সাধারন সম্পাদক মশিউর রহমান মিন্টু ( বাংলাদেশ সমাচার),কোষাধ্যক্ষ মিজানুর রহমান মোল্লা ( সময়ের আলো),প্রচার – প্রকাশনা ও দপ্তর সম্পাদক সাহিদুজ্জামান সাহিদ ( নবচেতনা ) সাহিত্য – সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক হাসান রাহুল ফয়সাল ( খোলা কাগজ),কার্য নির্বাহী সদস্য সাইফুল ইসলাম সাইফ ( আমার সংবাদ), হাবিবুর রহমান পান্নু ( ফরিদপুর কন্ঠ) এবং মনিরুজ্জামান মোল্লা তুহিন ( আনন্দ টিভি)।১৯৮৪ সালে প্রতিষ্ঠিত নগরকান্দা প্রেসক্লাব সিনিয়র সদস্যদের হাত ধরে ৪০ বছর পেরিয়ে ৪১ বছরে পা রেখেছে।দীর্ঘ এ সময়ে প্রতিষ্ঠানটির সদস্যরা সুনাম ও মর্যাদার সাথে তাদের দায়িত্ব পালন করে আসছেন।
মন্তব্য