মোঃ কামাল হোসেন >>> ধর্ম যার যার রাষ্ট্র সবার। বিশ্ব মানবতার মুক্তির দিশারি হুজুর রাসুলে পাক (সাঃ) মদিনা সনদে মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলেছেন। মানবিক রাষ্ট্র পরিচালনায় সংসদে সব ধর্ম বর্ণ দল-মতের অংশীদারিত্ব নিশ্চিত করতে হবে।প্রতিনিধিত্বশীল মানবতার রাজনীতি শুন্যতায় মানবতা বিধ্বংসী একক গোষ্ঠীবাদি হিংস্র পাশবিক খুন স্বৈর-রাজনীতির কারণে সব ধর্মের সব দল মত পথ সবার ধর্ম জীবন জীবিকা বেঁচে থাকার স্বাধীনতা, অধিকার রাষ্ট্র ও গনতন্ত্র আজ ধ্বংসের দ্বারপ্রান্তে।সব ধর্মের নির্দেশিত মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠার বিপরীতে একক ধর্মের ছদ্মনামে উগ্র জঙ্গিবাদি সাম্প্রদায়িক বিষাক্ত প্রাদুর্ভাব প্রকৃত ধর্মের অস্তিত্ব বিনাশ করে রাষ্ট্র জবর, দখল ও লুটপাটের হাতিয়ার হয়ে দাড়িয়েছে।একক গোষ্ঠীবাদি রাষ্ট্র প্রতিষ্ঠার নামে নিজেদের দলীয় বাতিল ফেরকার মতবাদ রাষ্ট্রের সিংহভাগ জনগোষ্ঠীর উপর চাপিয়ে দিয়ে রাষ্ট্রে বিশেষ গোষ্ঠীগত স্বৈরতন্ত্র কায়েম করার গভীর ষড়যন্ত্র চলছে।মানবতার রাষ্ট্র মানবিক সমাজ মানবিক দূনিয়া প্রতিষ্ঠা ছাড়া ধর্ম, রাজনীতি ও মানবাধিকারের গুনগান ফাঁকা বুলি মাত্র। স্রষ্টায় বিশ্বাস থাকলে সর্বক্ষেত্রে শান্তি ও মানবতা প্রতিষ্ঠা করতে হবে। রাষ্ট্রে সব ধর্ম বর্ণ দল মত পথের অংশীদারত্বের সরকার প্রতিষ্ঠা করা গেলে ধর্ম, মানবতা ও গনতন্ত্র মুক্তি পাবে।তাই আসুন আল্লাহর দূনিয়ায় আল্লাহর দেওয়া সকল ধর্ম মোতাবেক সকল দল-মত পেশাজীবির সমন্নয়ে মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করে মানবতার সেবা করি। আসুন পৃথিবীকে মানুষের জন্য নিরাপদ করি। মানুষ মারার রাজনীতি পরিহার করে মানুষ বাঁচানোর রাজনীতি করি।
মন্তব্য