সোহেল রানা,তানোর(রাজশাহী) প্রতিনিধি >>> আজ তানোর বাইতুল জান্নাত হাফিজিয়া মাদ্রাসায় এক জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে মাদ্রাসার শিক্ষক ছাত্র গণমাধ্যমকর্মী (তানোর সাংবাদিক ক্লাব(টি.এস.সি)পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি মোহা:সোহানুল হক পারভেজ ও সহ-সাংগঠনিক সম্পাদক,মো:সোহেল রানা)এবংএলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক জনাব হামিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মোঃ শিহাব উদ্দিন। অনুষ্ঠানটি শুরু হয় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে। এরপর অতিথিদের স্বাগত বক্তব্য এবং শিক্ষার্থীদের দ্বীনি আলোচনা ও নাশিদ পরিবেশন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে জনাব হামিদুর রহমান বলেন, “ইসলামের শিক্ষায় শিক্ষিত হয়ে আলোকিত সমাজ গঠনে আমাদের শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে।” তিনি মাদ্রাসার উন্নতি এবং শিক্ষার্থীদের জন্য আরও সুযোগ-সুবিধা বৃদ্ধির আশ্বাস দেন। প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মোঃ শিহাব উদ্দিন তার বক্তব্যে বলেন, “মাদ্রাসাটি শিক্ষার্থীদের কুরআনের সঠিক শিক্ষা প্রদান করে সমাজে নৈতিক ও আদর্শবান মানুষ তৈরি করতে অঙ্গীকারবদ্ধ। ইফতারের আগে সম্মিলিতভাবে দোয়া-মুনাজাত অনুষ্ঠিত হয়, যেখানে দেশের শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়। ইফতারের জন্য মজাদার খাবারের ব্যবস্থা করা হয়েছিল, যাতে ছাত্র, শিক্ষক ও অতিথিরা একসাথে ইফতার করেন। মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকাবাসী এই আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতেও এমন অনুষ্ঠান আয়োজনের আহ্বান জানান।এমন একটি আধ্যাত্মিক ও সৌহার্দ্যপূর্ণ আয়োজনের মাধ্যমে মাদ্রাসাটি এলাকায় আরও জনপ্রিয় হয়ে উঠছে।
মন্তব্য