সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রতিনিধি >>> রাজশাহীর তানোরে প্রথমবারের মতো উন্মুক্ত লটারীর মাধ্যমে ওএমএস ডিলার নিয়োগ করা হয়েছে। বুধবার ৫ মার্চ বিকেল ৩ টায় উপজেলা পরিষদ হলরুমে খাদ্য অফিস এই ওএমএস ডিলার নিয়োগ কার্যক্রমের আয়োজন করেন। তানোর উপজেলা ওএমএম ডিলার নিয়োগ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিয়াকত সালমান এর সভাপতিত্বে উন্মুক্ত লাটারী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,তানোর উপজেলা খাদ্য কর্মকর্তা মলিউজ্জামান জানান,আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল্লাহ আহমেদ(তানোর সাংবাদিক ক্লাব(টি.এস.সি)পরিবারের সভাপতি মোহা:সোহানুল হক পারভেজ,সহ-সাংগঠনিক সম্পাদক মো:সোহেল রানা) বাধাইড় ইউপির সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেনা,সহ অন্যান্য কর্মকর্তাগন। তানোর উপজেলা খাদ্য কর্মকর্তা মলিউজ্জামান বলেন, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে তানোরে ওএমএস ডিলার নিয়োগের আহবানের প্রেক্ষিতে ৭টি ইউনিয়ন থেকে ৫৩ জন আবেদন পত্র জমা দেন। আবেদন পত্র যাচাই বাচাইয়ের পর স্বচ্ছ প্রক্রিয়ায় ডিলার নিয়োগের জন্য এই প্রথমবার উন্মুক্ত লটারীর মাধ্যমে ডিলার নিয়োগ করা হয়েছে। সকল আবেদনকারীদের সামনে উন্মুক্ত লটারীর মাধ্যমে পৌরসভার ৭ ইউনিয়নে মোট ১৮ জন ডিলার নিয়োগ করা হয়।
মন্তব্য