রামকৃষ্ণ তালুকদার হবিগঞ্জ প্রতিনিধিঃ>>>
হবিগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার এস এম মুরাদ আলি মহোদয়ের দিক নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ১৯শে জুন ২০২৩ইং তারিখ সকাল ০৮:২০ ঘটিকা সময় অফিসার ইনচার্জ রাশেদুল হক এর নেতৃত্বে চুনারুঘাট থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে চুনারুঘাট থানাধীন চুনারুঘাট পৌরসভার ০৯ নং ওয়ার্ডস্থ, চন্দনা সাকিনস্থ চুনারুঘাট টু আসামপাড়া গামী পাকা রাস্তায় কুতুব আলীর স-মিলের সামনে হতে ০১) মোঃ মিছির আলী ওরফে বিশাল(২৫), পিতা-মৃত আব্দুল বারিক ,স্থায়ী: গ্রাম- বড়কান্দি ,মক্রমপুর ইউনিয়ন, উপজেলা/থানা- বানিয়াচং, জেলা -হবিগঞ্জ-কে ২২ (বাইশ) বোতল বিদেশী মদ ও ব্যবহৃত ০১টি মোটরসাইকেলসহ আটক করা হয়।
মন্তব্য