৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
বান্দরবানে জেলা মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন, নির্বাচন সময়মতোই হবে: ধর্ম উপদেষ্টা বহুতল ভবনের দাবিতে প্রতিষ্ঠানে মানববন্ধন। তানোর-বায়া সড়কের ২ টি ব্রিজ দিয়ে জীবনের ঝুকি নিয়ে প্রতিনিয়ত চলছে যানবাহন ৮২’ বনআদ্যদেশ বাতিল করবে বলে ভোট নিয়ে কেউ তা করেন নাই- আযম খান। যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা দিয়ে নিরাপত্তাহীনতায় বিএনপি নেতার পরিবার। পেকুয়া রাজাখালী হাজী মার্কেট পরিচালনা কমিটির সভাপতি মঞ্জুর,সেক্রেটারী ডাঃ হোছাইন নড়াইল আরজেএফ অর্থ সচিব ফারুকুল ইসলাম এর স্মরণ সভা ও মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাঁশখালী উপজেলা শাখার নবগঠিত কমিটির প্রথম আনুষ্ঠানিক প্রোগ্রাম। জুম্মার নামাজের সময় মটরসাইকেল চুরি জনতার হাতে মেম্বার পুত্র আটক পটুয়াখালী বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবর রহমান টোটন।
আন্তর্জাতিক:
ইরানী’র ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ‘মূল প্রযুক্তির গুঁড়িয়ে দিয়েছে কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলা করল ইরান ইসরাইলি হামলায় ১১ দিনে ইরানে নিহত ৫০০ রোহিঙ্গা সংকট মোকাবেলায় স্থানীয় নেতৃত্বের কোন বিকল্প নেই। কোস্ট ফাউন্ডেশনের আন্তর্জাতিক শরনার্থী দিবসের আলোচনা সভায় বক্তারা ঈদের পর লন্ডন সফরে যাচ্ছেন ড. ইউনূস রাতব্যাপী আলোচনার পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত-পাকিস্তান, ঘোষণা ট্রাম্পের পাকিস্তানি বাহিনীর গুলিতে ৫০ ভারতীয় সেনা নিহত’ ভারতের ১৫টি শহরে পাকিস্তানের পাল্টা হামলা, উভয় দেশে তীব্র সামরিক উত্তেজনা   ভারতের ১২ ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানে যুদ্ধের প্রস্তুতি শুরু করেছে ভারত
  • প্রচ্ছদ
  • চট্টগ্রাম >> চট্টগ্রাম >> শীর্ষ সংবাদ
  • গেরাইম্যা সুন্দরী “হামরা” মাতাবে চট্টলার সংস্কৃতি অঙ্গন।
  • গেরাইম্যা সুন্দরী “হামরা” মাতাবে চট্টলার সংস্কৃতি অঙ্গন।

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদ >>>  দর্শক অপেক্ষা করুন, আসছে টেলিফিল্ম ‘গেরাইম্যা সুন্দরী’। চট্টগ্রামের বিশিষ্ট কণ্ঠশিল্পী ও প্রযোজক এফ এ নয়ন চৌধুরী’র সার্বিক প্রযোজনায় “গেরাইম্যা সুন্দরী” টেলিফিল্মে দেখতে পাবেন এক সুন্দরী নায়িকা। যে নায়িকা স্বল্প সময়ে ঝড় তুলতে পারে চট্টগ্রামের সংস্কৃতি অঙ্গনে। টেলিফিল্মের নায়িকার চরিত্রে এই প্রথম তার ক্যামরার সামনে দাঁড়ানো। আর প্রথম অভিনয়েই বাজিমাৎ। দর্শকদের মন কাড়বে নিঃসন্দেহে।সৈয়দা তাহাসিনাতুল তার নাম, ডাক নাম ‘হামরা’। সাংবাদিক সৈয়দ দিদার আশরাফী’র ভাগ্নী ‘হামরা’। প্রতিভাবান ও মেধাবী অভিনয়শিল্পী হামরা চট্টগ্রামের মিডিয়া অঙ্গনে একেবারে নতুন, সাংস্কৃতিক কর্মী মামার আগ্রহেই হামরা’র মিডিয়া জগতে অনুপ্রবেশ চট্টগ্রামের বিশিষ্ট কণ্ঠশিল্পী ও প্রযোজক এফ এ নয়ন চৌধুরী’র সার্বিক প্রযোজনায় “গেরাইম্যা সুন্দরী” টেলিফিল্মে নায়িকার চরিত্রে প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছে হামরা সম্প্রতি “গেরাইম্যা সুন্দরী” টেলিফিল্মের সুটিং শতভাগ চিত্রায়ণও শেষ হয়েছে, এডিটিং এর কাজ সমাপ্ত হলে ইংরেজি নতুন বছরের শুরুতে “গেরাইম্যা সুন্দরী” মুক্তির সম্ভাবনা রয়েছে। এ টেলিফিল্মে দর্শক সর্বপ্রথম দেখতে পাবেন নায়িকা ‘,হামারা’কে। গেরাইম্যা সুন্দরীতে আরো যারা অভিনয় করেছেন এদের মধ্যে অভিনয়শিল্পী বরুণ সেন দোয়ন ( সোনা মিয়া), ফাহিম, নয়ন চৌধুরী, ইদ্রিস, রেজাউল কবির, দোলা, অর্থী, দেবাশীষ, জুনু মিয়া, রেশমী, বাবু, দিদার আশরাফী প্রমূখঃ মেকআপ আটিষ্ট এর দায়িত্বে ছিলেন সেলিম চৌধুরী।এক প্রশ্নের উত্তরে প্রয়োজক এফ এ নয়ন চৌধুরী বলেন গেরাইম্যা সুন্দরী একটি রোমান্টিক প্রেমের গল্প থেকে টেলিফিল্ম নির্মাণ করা হযেছে, এটি আমার প্রযোজনায় প্রথম টেলিফিল্ম, প্রযোজনার পাশাপাশি আমি এ টেলিফিল্মে নায়ক চরিত্রে অভিনয় করেছি, পরিচালকের দায়িত্বে ছিলেন অভিনয়শিল্পী ইদ্রিস ও রেজাউল কবির, অন্যান্যা শিল্পী কলাকুশলীরা স্ব স্ব জায়গায় চমৎকার অভিনয় করেছেন, এ টেলিফিল্ম নিয়ে আমি খুব আশাবাদী, চট্টগ্রামেের আঞ্চলিক ভাষার “গেরাইম্যা সুন্দরী” টেলিফিল্মটি আশা করি দর্শক সাদরে গ্রহন করবেন এবং চট্টগ্রাম সংস্কৃতি অঙ্গনে আলোচনায় আসতে পারে নায়িকা হামরা’ও।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page