সাইফুল ইসলাম বাবু -বিশেষ প্রতিনিধি, সিলেট>>
জৈন্তাপুর উপজেলায় ২ নং জৈন্তাপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত ১ নং লক্ষিপুর গ্রামের দূরারোগ্য ব্যাধী ক্যান্সারে আক্রান্ত ইরফান আলি( ৪০) কে দেখতে তার বাড়ীতে আসেন যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা ও জৈন্তাপুর প্রবাসী গ্রুপের উপনেতা রোটারিয়ান আব্দুল গফ্ফার চৌধুরী খসরু।৪ঠা জুন রবিবার সকাল ১০ ঘটিকার সময় তিনি মৃত কুতুব আলীর বড় ছেলে অসুস্থ ইরফান আলির বাড়ীতে আসেন, তখন তিনি ইরফান আলির শয্যা পাশে কিছুসময় বসেন এবং তার চিকিৎসার সার্বিক খোঁজ খবর নেন।অসুস্থ ইরফান আলি বোন জানান, তার শারীরিক অবস্থার তেমন উল্লেখযোগ্য কোন উন্নতি নেই।অর্থাভাবে নিজের শেষসম্বল টুকু বিক্রি করে চিকিৎসা করিয়ে এখন নিঃস্ব। আগামি ৭ই জুলাই থেকে ডাঃ নবেন্দু চৌধুরীর তত্ত্বাবধানে সিলেট এম,এ,জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার থেরাপি দেয়া শুরু হবে।এসময় আব্দুল গফফার চৌধুরী বলেন,আমি দেশে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ইলেকট্রনিক মিডিয়ায় ইরফান আলির অসুস্থতার নিউজ দেখেছি। সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর দুঃসময়ে তাদের পাশের দাঁড়ানো আপনার আমার নৈতিক দায়িত্ব। এই দায়িত্ববোধ থেকে আজকে ক্যান্সার আক্রান্ত ইরফান আলি ও তার পরিবারের খোঁজ নিতে এসেছি।ইরফান আলির চিকিৎসা ব্যায়সাধ্য ও দীর্ঘ মেয়াদী। তাই এসময় তাকে ও তার পরিবারের পাশের দাঁড়ানোর কথা তিনি ব্যাক্ত করেন। এসময় ইরফান আলির মায়ের হাতে তিনি নগত দশ হাজার টাকা তুলে দিয়ে বলেন আগামি মাসে ইরফানের থেরাপি নেয়া শুরু করতে এবং তার এই দীর্ঘমেয়াদী চিকিৎসায় তিনি ধারাবাহিক ভাবে সহোযোগিতা অব্যাহত রাখবেন বলে জানান। এসময় ইরফান আলির বাড়ীতে গফফার চৌধুরী আসার খবর পেয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন ব্যবসায়ী আমির হোসেন,মো জাকারিয়া, আবুল কালাম, নবজাগরণ সংগঠনের সভাপতি কামরুল হাসান সহ এলাকায় যুব সংগঠনের নেতৃবৃন্দ। তারা ইরফান আলির পরিবারের সংকটময় সময়ে রোটারিয়ান গফফার চৌধুরীর পাশে দাঁড়ানোয় মহল্লা ও গ্রামবাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মন্তব্য