আনোয়ার হোসেন-কিশোরগঞ্জে (নীলফামারী)প্রতিনিধি>>> নীলফামারীর কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়কে পূর্বের ন্যায় বালক বিদ্যালয় ঘোষণার দাবিতে মানববন্ধন করেছেন প্রাক্তন শিক্ষার্থীরা।রোববার (১০নভেম্বর) দুপুরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।প্রাত্তন শিক্ষার্থীরা জানান,বিগত ৫০ বছর ধরে জেলার স্বনামখ্যাত বালক বিদ্যালয় হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানটি জ্ঞানের দ্যুতি ছড়িয়েছে।কিন্ত ১২বছর ধরে বালক-বালিকা ভর্তি করায় বিদ্যালয়ে শিক্ষার গুনগত মান ও সুনাম বিনষ্ট হয়েছে।যেহেতু পাশে সরকারি বালিকা বিদ্যালয় রয়েছে তাই শিক্ষার বাণিজ্যিকরণ নয়, অতীত ঐতিহ্য ফেরাতে আগামী সেশন থেকে বিদ্যায়টিতে বিধি অনুযায়ী শুধুমাত্র বালক শিক্ষার্থী ভর্তি করতে হবে।পরে প্রাত্তন শিক্ষার্থীরা সজিউর রহমানের নেতৃত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন।
মন্তব্য