আনোয়ার হোসেন,কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধি >>> নীলফামারীর কিশোরগঞ্জে এক গর্ভধারিণী মমতাময়ী মাকে সাইকেলের চেইন দিয়ে নির্মমভাবে মারধর করে রক্তাক্ত করার দায়ে পাষণ্ড ছেলে হাফিজুল ইসলাম (৩৭)কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দিনগত রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও প্রীতম সাহা এ কারাদণ্ড প্রদান করেন। দণ্ডিত যুবক উপজেলার পুটিমারী ইউনিয়নের ভেড়ভেড়ি গ্রামের মৃত্যু ফজলার রহমানের ছেলে। জানা গেছে, বুধবার দিনগত রাতে হাফিজুল ইসলাম তার মাকে সাইকেলের চেইন দিয়ে নির্মমভাবে মারধর করে রক্তাক্ত করেন। এ ন্যাক্কারজনক ঘটনা ইউএনওকে অবগত করলে তিনি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পৌঁছে সংশ্লিষ্ট আইনে পাষণ্ড যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে অপরাধীর সাজা প্রাপ্ত হওয়ায় স্থানীয়দের মাঝে স্বস্তির বারতা বয়ে আনে এবং এহেন কর্মকাণ্ডে মানবপ্রেমী ইউএনও’র ভূয়সী প্রশংসা করেন তারা। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও প্রীতম সাহা কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।











মন্তব্য