নিউজ ডেক্স>>> চট্টগ্রামের ফটিকছড়ি কাঞ্চন নগরের নদী বাজার সংলগ্ন ধুরুং খালে একদল সন্ত্রাসী স্থানীয় ব্যবসায়ির নিকট থেকে চাঁদা নিতে আসে।১৫ অক্টোবর বেলা ১২ টার দিকে চাঁদা দিতে ব্যবসায়িদের হুমকি ধমকি দিচ্ছিল সন্ত্রাসীরা, এসময় স্থানীয়রা মিলে ঐ সন্ত্রাসী দলকে ধাওয়া দিয়ে একজন কে আটক করে।আটককৃত সন্ত্রাসী মোঃ মিজান (২২) পিতা মোঃ সফি।সেই পাহাড়ি সংগঠন,উইপিডিএফ (গণতান্ত্রিক) এর সক্রিয় সদস্য।তার কাছ থেকে দুই টি অস্ত্র তিনটি বুলেট একটি মোটার সাইকেল ও মোবাইল উদ্ধার করে বাইন্যাচ্ছুলা আর্মি ক্যাম্পের কাছে হস্তান্তর করেন।কাঞ্চন নগর আনছার বিডিপির সহ কমান্ডা মোঃ জাফর,আবুল কালাম আজাদ,লোকমান চৌধুরী,আইয়ুব চৌধুরীসহ স্থানীয়রা।তারা বলেনঃ এই রকম সন্ত্রাসী কার্যক্রম আর গ্রামে চলতে দেওয়া হবে না যে যেখানে পারবেন সেখান থেকে তাদেরকে প্রতিহত করা হবে।
মন্তব্য