জেলা প্রতিনিধি (নড়াইল)>>>
নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের করফা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অসহায় দুঃস্থদের মাঝে আনুষ্ঠানিক ভাবে বাসস্থান হস্তান্তর করেন সেনাবাহিনী প্রধানের পক্ষ থেকে ৫৫ পদাতিক ডিভিশনের ৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক।২ জুলাই রবিবার সকালে করফা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে সেনাবাহিনী প্রধানের পক্ষ থেকে ৫৫ পদাতিক ডিভিশনের ৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ জয়নাল আবেদীন সেনাবাহিনী প্রধান কতৃক অসহায় দুঃস্থদের জন্য নির্মিত বাসস্থানের চাবি হস্তান্তর করেন। এসময় ছিলেন লোহাগড়া আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আল হেলাল মিয়া, মল্লিকপুর ইউনিয়নের ইউপি সদস্য মোঃ হিসাম উদ্দিন প্রমুখ।প্রতি টি বাসস্থান নির্মাণে ব্যায় হয়েছে ৫ লক্ষ টাকা।সেনাবাহিনী প্রধানের পক্ষ থেকে বাসস্থান পেলেন যে ৪ টি পরিবার তারা হলেন করফা- মল্লিকপুর গ্রামের মোঃ কালাম শেখ, আয়েশা বেগম,মর্জিনা বেগম, ও রেবা বেগম। বাসস্থান পেয়ে সকলে মাননীয় সেনাবাহিনী প্রধানের জন্য আল্লাহর কাছে দোয়া করেন আল্লা যেন সেনা প্রধানকে দীর্ঘ জীবন দান করেন।
মন্তব্য