নড়াইল প্রতিনিধি>>>
নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের আমাদা গ্রামে ( পূর্ব পাড়া)দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরন করেন ওই গ্রামের সাংবাদিক সরদার রইচ উদ্দিন টিপু।২৮ জুন বুধবার সকালে পূর্ব পাড়া ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুঃস্থদের মাঝে খাবার সামগ্রী বিতরন করা হয়। খাবার সামগ্রীর তালিকায় ছিলো পোলাও চাউল, চিনি,সেমাই,গুড়া দুধ, মসল্লা, সাবান ইত্যাদি।এসময় ঈদ সামগ্রী পেয়ে মোঃ জবদুল শেখ বলেন আমরা পূর্বে এধরণের কোন ঈদ সামগ্রী পাই নাই। তাই আমি অনুরোধ রাখবো এই ধারা যেন চলমান থাকে। মৃত বজলুল কাজির স্ত্রী বলেন আমি বিধবা আমি এই উপহার পেয়ে খুবই আনন্দিত।কাক ভেজা বৃষ্টি উপেক্ষা করে অতি আনন্দে সকলে ঈদের খাবার সামগ্রী গ্রহনের জন্য আমাদা পূর্ব পাড়া ঈদগাহে সমবেত হয়ে ছিলেন।ঈদের খাবার সামগ্রী বিতরনের সময় উপস্থিত ছিলেন সাংবাদিক সরদার রইচ উদ্দিন টিপুর ভাই এস এম মোসাব কাক্কা চিন্টু, মামা মোঃ আজিবার মৃধা, মোর্শেদ মৃধা, মোঃ সেকেন্দার, মোঃ সোনা মিয়া শেখ, কামরুল মৃধা, মুকুল মৃধা প্রমুখ।
মন্তব্য