আব্দুল কাদের চৌধুরী নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম>>> ২২ জুন,২০২৩ খ্রিষ্টাব্দ বৃহস্পতিবার বেলা চার ঘটিকার সময় ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার অন্তর্গত পশ্চিম সুয়াবিল খলিলপাড়া বাড়ির এক অসহায় পরিবারের সংবাদ সম্মেলন উপজেলা সদরে অনুষ্ঠিত হয়। উক্ত সংবাদ সম্মেলনে অসহায় পরিবারের সদস্যদের একজন রাশেদা আক্তার দাবী করেন, তাদের পার্শ্ববর্তী জৈনক মুহাম্মদ শফী এবং মোঃ জানে আলম আরো চার-পাঁচজন সহযোগী নিয়ে ভুক্তভোগির ঘরের চারপাশে পাকা দেওয়াল নির্মাণ করেন। এতে করে তাদের চলাচলের পথ বন্ধ হয়ে যায় এবং পরিবারের সদস্যরা ঘর থেকে বের হতে পারছে না। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তারা বলেন, তাদের অনুপস্থিতিতে পার্শ্ববর্তী মুহাম্মদ শফী এবং মোঃ জানে আলম জোরপূর্বক তাদের বসতঘরের চতুর্দিকে পাকা দেওয়াল নির্মাণ করে তাদের চলাচলের পথ বন্ধ করে দেয়। এ বিষয়ে ভুক্তভোগির পরিবার ভূজপুর থানায় একটি অভিযোগ দায়ের করে। পরিবারের শিশু এবং নারী সদস্যদের ঘর থেকে বের হতে অনেক কষ্ট পোহাতে হচ্ছে। তারা কাঠের সিড়ি ব্যবহার করে দেওয়াল টপকিয়ে আসা-যাওয়া করতে হচ্ছে। অতিসত্তর ভুক্তভোগী পরিবার তাদের চলাচলের রাস্তা চেয়ে প্রসাশনের হস্তক্ষেপ কামনা করেন।
মন্তব্য