মোঃ আঃ লতিফ মিয়া সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি;>>>
টাঙ্গাইলের সখিপুরের হতদরিদ্র পরিবারের সন্তান মোঃ আল আমিন। ভ্যানগাড়ি চালক বাবা আজিজুল মিয়ার স্বপ্ন পূরণে দরিদ্রতার বাধা ডিঙিয়ে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপিঠ বুয়েটে পড়াশোনার সুযোগ পেয়েছে মোঃ আল আমিন। তার বাড়ি উপজেলার কচুয়া গ্রামে। তার পিতা গণমাধ্যমকে জানিয়েছিল আমি আর আমার ছেলেকে খরচ দিতে পারবো না। কারণ ভ্যানগাড়ি চালিয়ে কিভাবে সম্ভব ঢাকা শহরে ছেলেকে পড়ানো ? তিনি ভিত্তবানদের নিকট আবেদন জানিয়েছিলেন ছেলের পড়ার খরচ চালাতে, তার সে আকুতি বা ডাকে, আবেদনে সাড়া দিয়ে আজ ২২জুন/২৩ প্রথমে সখিপুরের যিনি প্রশাসনিক প্রধান উপজেলা নির্বাহী অফিসার তিনি গণমাধ্যম কর্মীদের সহায়তায় আজ বৃহস্পতিবার মেধাবী শিক্ষার্থী আল আমিনকে তার কার্যালয়ে আমন্ত্রণ জানান। ইউএনও প্রকৌশলী ফারজানা আলম শিক্ষার্থী আল আমিনকে আর্থিক সহায়তা প্রদান করেন।
এদিকে সন্ধায় টাঙ্গাইল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার শিক্ষার্থী আল-আমিনকে টাঙ্গাইল নিজ কার্য়ালয়ে ডেকে নিয়ে আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদসহ অন্যান্যা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আল-আমিনকে আর পেছনে ফিরাতে পারবে না কেউ। কারণ সে ৪ বছর বয়সে মাকে হারিয়েছে। দরিদ্র ভ্যানগাড়ি চালক পিতার সংসারে খুবই কষ্টে পড়াশুনা করে কোন প্রকার কোচিং বা প্রাইভেট না পড়েই সর্বোচ্চ বিদ্যাপিঠ বুয়েটে পড়াশোনার সুযোগ পেয়েছে।
মন্তব্য