১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ |
শিরোনাম:
সখিপুরে পানিতে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু পেকুয়ায় আলোচিত গুলিবিদ্ধের ঘটনায় গ্রেপ্তার ২ জেলা পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ঈদগাঁওর ভুয়া কলেজ শিক্ষক আলমগীরের বিরুদ্ধে যত অভিযোগ বরেন্দ্র অঞ্চলে আমের ফলন বিপর্যয়ের আশঙ্কা ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে মোংলায় শিক্ষার্থীদের বিক্ষোভ সখিপুরে ফাঁসিতে ঝুলে গৃহবধূর আত্মা হত্যার অভিযোগ বিশ্বব্যাপী মজলুম গাজাবাসী আহুত হরতালের সমর্থনে দেবীদ্বারে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ। ফরিদপুরের নগরকান্দায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার – ৪ তানোরে বোরো রোপণে ব্যস্ত প্রান্তিক কৃষক,আশার আলোয় কৃষকরা
আন্তর্জাতিক:
চট্টগ্রাম মেডিকেলে রেইনবো ফাউন্ডেশনের মাসব্যাপী ইফতার বিতরণ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন সংকট আরাকান আর্মি! ভারতে অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ,চরম ক্ষয়ক্ষতির আশঙ্কা বিপিএলে খুলনাকে হারিয়ে জয়ে ফিরল রাজশাহী বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মিলান ইতালির আয়োজনে ৫৩ তম মহান বিজয় দিবস উদযাপিত দিল্লিতে বাংলাদেশ দূতাবাস ঘেরাও কর্মসূচি ১০ ডিসেম্বর দামেস্কে ঢুকে পড়েছেন বিদ্রোহীরা,পালিয়েছেন আসাদ বাংলাদেশিদের না পাওয়ায় ধস নেমেছে ভারতের পর্যটন ব্যবসায় কলকাতা মিশনে ভারতীয়দের জন্য ভিসা সীমিত করল বাংলাদেশ আন্তর্জাতিক তায়কোয়ানদো প্রতিযোগিতায় ভিয়েতনামে যাচ্ছে রাজশাহীর মারিন আশরাফী 
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ >> কৃষি >> দেশজুড়ে >> বরিশাল >> ব্যবসা ও বানিজ্য >> সোস্যাল মিডিয়া
  • রেনু পোনা নিধনে সাথে সাথে হারিয়ে যাচ্ছে নানা প্রজাতির ছোট বড় মাছের পোনা।
  • রেনু পোনা নিধনে সাথে সাথে হারিয়ে যাচ্ছে নানা প্রজাতির ছোট বড় মাছের পোনা।

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    মোঃ তৌফিকুর ইসলাম জেলা প্রতিনিধি বরগুনা >>>

    বরগুনা জেলার আমতলী উপজেলায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছে গলদা-বাগদা চিংড়ির রেণু সংগ্রহ। এই রেণু সংগ্রহ করতে গিয়ে ধ্বংস করা হচ্ছে প্রায় ১ হাজার মাছ ও জলজ প্রাণীর পোনা। সরকার বছরে কয়েকবার জেলেদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকেন, তারপরও কেন অবাদে এসব মাছের পোনা নিধন করছে সেটা বোধগম্য নয়। অনেকটা প্রশাসনের চোখ ফাকি দিয়ে চলছে এসব জলজ প্রাণীর ধ্বংসযজ্ঞ।রবিবার (১১ জুন) দুপুরে সরেজমিন দেখা গেছে, নিষিদ্ধ মশারি জাল দিয়ে জেলেরা চিংড়ি রেণু আহরণ করছেন। সেগুলো কিনে নিয়ে স্থানীয় ব্যাপারীরা দ্বিগুণ দামে বিক্রি করছে আমতলী উপজেলা সহ পার্শ্ববর্তী উপজেলায় বিভিন্ন চিংড়ি ঘের মালিকদের কাছে। রেণু সংগ্রহের কাজটি অবৈধ হলেও জীবিকার তাগিদে প্রকাশ্যেই চলছে এ কাজ।পানগুছি নদীতে মশারী নেট জাল দিয়ে মাছ ধরতে দেখা যায় বছরের মে থেকে আগস্ট মাস পর্যন্ত। মাছের প্রজনন মৌসুম হওয়ায় পোনা ধরার ক্ষেত্রে সরকারি নিষেধাজ্ঞা রয়েছে।পায়ড়া নদীর তীরবর্তী গ্রাম যেমন আঙ্গুকাটা, ঘটখালী, বৈঠাকাটা, ফেরিঘাট, বাইল্লাতলী সহ কয়েকটি গ্রামে প্রতিদিনই রেনু চিংড়ি পোনা আহরণ করা হচ্ছে। আমতলীর কয়েক হাজার মানুষ চিংড়ি পোনা আহরণ করে এই সময়ে তাদের জীবিকা নির্বাহ করছে।দেখা যায়, জেলেরা শুধু বাগদা-গলদা চিংড়ির রেণু সংগ্রহ করে অন্যান্য মাছের রেণু ও জলজ প্রাণী ফেলে দিচ্ছে। স্হানীয় ঘের মালিকরা এদের কাছ রেনু পোনা সরবরাহ করছে।রবিবার স্থানীয় একজন জেলে জানান, চিংড়ির রেণু সংগ্রহ করার সময় কোরাল, কাঁকড়া, চিরিং, বাইলা, তফসে, বাটা, চাপিলা, ফাসসে, টেংরা, পোয়া,কাঁচকিসহ অনেক প্রজাতির পোনাও ওঠে আসে। তারা শুধু চিংড়ি পোনা রেখে বাকিগুলো ফেলে দেন।তিনি জানান, প্রতিটি চিংড়ির পোনার জন্য তারা ভালো দাম পান। কিন্তু অন্য মাছের পোনা বিক্রি হয় না তাই ফেলে দেই না হলে সাইজ একটু বড় হলে কাচকী মাছ হিসেবে বাজারে বিক্রি করে দেই। ছোট ছোট ঘের যারা করে তারা এই পোনা সংগ্রহ করে নিয়ে যায়। একটি গলদা বা বাগদা চিংড়ির রেণু সংগ্রহ করতে গিয়ে অন্য অনেক প্রজাতির মাছের পোনা ধ্বংস হয়ে যায়। এর সাথে ধ্বংস হয় অন্যান্য জলজ জীবের পোনা বা রেণুও।এ ব্যাপারে আমতলী উপজলা মৎস্য কর্মকর্তা হালিমা সর্দার বলেন, রেনু পোনা ধরা ও পরিবহন করা আইনগত অপরাধ। আমতলী উপজলা মৎস্য অফিস এ বিষয় তৎপর রয়েছ। সরজমিন পাওয়াগেল আইনগত ব্যবস্থা নেয়া হবে।এ বিষয় বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব মুঠোফোনে জানান, নিষিদ্ধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে। অবৈধ মৎস্য শিকারি রেনু পোনা ধংসকারী ও আড়োতদারদের আইনের আওতায় নিয়ে আসা হবে বলেও জানান তিনি।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page