নিউজ ডেস্ক >>> চট্টগ্রামের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, সামনে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে গ্রাম পুলিশকে সর্বোচ্চ সতর্কতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধ নিয়ে নিরপেক্ষভাবে মাঠে কাজ করতে হবে। মানুষের শেখার প্রক্রিয়া আজীবন চলমান উল্লেখ করে তিনি বলেন, নিয়মিত প্রশিক্ষণ দায়িত্বপালনে দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়ায়।বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) ও চট্টগ্রাম জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের দায়িত্ব ও কর্তব্য শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জেলার ১৯১টি ইউনিয়নের ১৯১ জন গ্রাম পুলিশ সদস্য এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।জেলা প্রশাসক অনুষ্ঠানে গ্রাম পুলিশের শৃঙ্খলা ও উপস্থিতি প্রশংসা করেন। তিনি বলেন, নির্বাচনের সময় গ্রাম পুলিশের ওপর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার দায়িত্ব থাকে। তাই করণীয়–বর্জনীয় সম্পর্কে সঠিক ধারণা নিয়ে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে, যাতে একটি ফ্রি, ফেয়ার ও সহিংসতামুক্ত নির্বাচন উপহার দেওয়া যায়। তিনি আরও জানান, গ্রাম পুলিশের সমস্যাগুলো চিহ্নিত করে উন্নয়নের বিষয়গুলো সরকার বিবেচনা করছে।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আনসার কমান্ড্যান্ট মো. আবু সোলায়মান এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আতিয়া চৌধুরী।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. শরীফ উদ্দীন।











মন্তব্য