আজিজুল ইসলাম,নেছারাবাদ (পিরোজপুর) >>> পিরোজপুরের নেছারাবাদে বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী আহমেদ সোহেল মঞ্জু সুমনকে দ্রুত চূড়ান্ত মনোনয়ন প্রদানের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ৪ নং আটঘর কুড়িয়ানা ইউনিয়ন বিএনপির উদ্যোগে মাহমুদকাটী বাজারে এ মিছিল বের করা হয়।বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রুহুল আমিন, সদস্য সচিব শাহাদাত হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিরাজ বেপারী, যুবদল নেতা মাহিদ ও শাহরিয়ার। এছাড়াও বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।মিছিলে বক্তারা বলেন, দলের তৃণমূলের মনোনয়নপ্রাপ্ত প্রার্থী সোহেল মঞ্জুকে দ্রুত চূড়ান্ত ঘোষণা করা প্রয়োজন। তারা আরও জানান, সংগঠনের ঐক্য অটুট রেখে আগামীর আন্দোলন এবং নির্বাচনে শক্তিশালী ভূমিকা পালনে নেতাকর্মীরা প্রস্তুত। বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা স্লোগানের মাধ্যমে প্রার্থীর দ্রুত চূড়ান্ত মনোনয়নের দাবি পুনর্ব্যক্ত করেন।











মন্তব্য