মোঃ দিদারুল ইসলাম,পেকুয়া (কক্সবাজার) >>> কক্সবাজারের পেকুয়ার টইটং ইউনিয়নে এক ডিলার প্রতিষ্ঠানের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হাজীবাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই গোডাউন থেকে ধোঁয়া ও আগুন বের হতে দেখে স্থানীয়রা ছুটে আসেন। পরে ব্যবসায়ী জাবেদ আহমেদের মালামালভর্তি গোডাউনটি সম্পূর্ণ আগুনে পুড়ে যায়। ব্যবসায়ী জাবেদ আহমেদের দাবি, গোডাউনে থাকা প্রায় ৭০ থেকে ৮০ লাখ টাকার মালামাল এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।টইটং ইউনিয়ন পরিষদের সদস্য কাইছার মোহাম্মদ ইলিয়াছ জানান, গভীর রাতে আগুনে গোডাউনের অধিকাংশ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হলেও গোডাউনের বড় অংশই ক্ষতিগ্রস্ত হয়।পেকুয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে প্রায় এক কোটি টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হলেও সয়াবিন তেল, দুধসহ প্রায় ১০ লাখ টাকার পণ্য সম্পূর্ণ পুড়ে গেছে। আগুন আশপাশের স্থাপনায় ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনা হওয়ায় পাশের ইসলামী ব্যাংক শাখাটি বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পায়।অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস জানিয়েছে, তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।











মন্তব্য