২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় দুই মিষ্টির দোকানে ৮০ হাজার টাকা জরিমানা রংপুরে আনসার মৌলিক প্রশিক্ষণ কোর্সের সমাপনী বিএনপির ৩১ দফার বার্তা ছড়িয়ে দিচ্ছেন তরুণ কর্মীরা ছাতকের চরমহল্লা ইউনিয়নে পূর্ববিরোধের জেরে দু”পক্ষের সংঘর্ষে ২০ জন আহত ধানকাটা-আলু রোপণে ব্যস্ত কৃষকরা রাঙ্গুনিয়ায় মৎস্যজীবীদের ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত তানোরে অনিরাপদ পদ্ধতিতে কীটনাশক ব্যবহার, স্বাস্থ্যঝুঁকিতে কৃষকরা ফরিদপুরের নগরকান্দায় জোরপূর্বক জমির ধান কেটে নেওয়ায় থানায় অভিযোগ বাংলাদেশে ইন্টার্নশিপ করতে যাওয়া মালদ্বীপের শিক্ষার্থীকে হাইকমিশনারের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা। সাতকানিয়া একতা ট্রাক্টর মালিক শ্রমজীবী সমবায় সমিতির মত বিনিময় সভা অনুষ্ঠিত!
  • প্রচ্ছদ
  • অন্যান্য
  • রংপুরে আনসার মৌলিক প্রশিক্ষণ কোর্সের সমাপনী
  • রংপুরে আনসার মৌলিক প্রশিক্ষণ কোর্সের সমাপনী

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    নুর ইসলাম নোবেল, ষ্টাফ রিপোর্টার >>> রংপুর রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল (বিভিএম, পিভিএমএস) বলেছেন, “শৃঙ্খলাবদ্ধ ও দক্ষ মানবসম্পদ তৈরি, উদ্যোক্তা গঠন এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য আনসার বাহিনী যুগোপযোগী প্রশিক্ষণ কার্যক্রম হাতে নিয়েছে, যা কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করেছে।”বুধবার, রংপুর নগরের মাহিগঞ্জ জেলা আনসার-ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে ১৪ দিন মেয়াদী ১৩৬ জন শিক্ষিত উপজেলা/থানা আনসার মৌলিক প্রশিক্ষণ (৫ম ধাপ) কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।উপমহাপরিচালক আরও বলেন, সু-শৃঙ্খল বাহিনীর গর্বিত সদস্য হিসেবে পেশাগত দক্ষতা অর্জনের মাধ্যমে বাহিনীকে মর্যাদাশীল ও দৃঢ় অবস্থানে দাঁড় করানোর লক্ষ্যে মহাপরিচালক মহোদয় নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর জেলা কমান্ড্যান্ট রাশেদুল ইসলাম (বিএএমএস)। উপস্থিত ছিলেন সার্কেল অ্যাডজুটেন্ট মোহাম্মদ সাইদুল ইসলাম। প্রশিক্ষণার্থীদের মধ্যে থেকে মোঃ রুবেল মিয়া বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সদর উপজেলা প্রশিক্ষক মোঃ মনিরুজ্জামান।প্রশিক্ষণকালে প্রশিক্ষণার্থীরা শর্ট গান, শারীরিক সক্ষমতা এবং শৃঙ্খলামূলক কর্মকাণ্ডের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করেন। চারজন শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থীকে ক্রেস্ট প্রদান করা হয় এবং সকল প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page