নুর ইসলাম নোবেল, ষ্টাফ রিপোর্টার >>> রংপুর রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল (বিভিএম, পিভিএমএস) বলেছেন, “শৃঙ্খলাবদ্ধ ও দক্ষ মানবসম্পদ তৈরি, উদ্যোক্তা গঠন এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য আনসার বাহিনী যুগোপযোগী প্রশিক্ষণ কার্যক্রম হাতে নিয়েছে, যা কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করেছে।”বুধবার, রংপুর নগরের মাহিগঞ্জ জেলা আনসার-ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে ১৪ দিন মেয়াদী ১৩৬ জন শিক্ষিত উপজেলা/থানা আনসার মৌলিক প্রশিক্ষণ (৫ম ধাপ) কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।উপমহাপরিচালক আরও বলেন, সু-শৃঙ্খল বাহিনীর গর্বিত সদস্য হিসেবে পেশাগত দক্ষতা অর্জনের মাধ্যমে বাহিনীকে মর্যাদাশীল ও দৃঢ় অবস্থানে দাঁড় করানোর লক্ষ্যে মহাপরিচালক মহোদয় নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর জেলা কমান্ড্যান্ট রাশেদুল ইসলাম (বিএএমএস)। উপস্থিত ছিলেন সার্কেল অ্যাডজুটেন্ট মোহাম্মদ সাইদুল ইসলাম। প্রশিক্ষণার্থীদের মধ্যে থেকে মোঃ রুবেল মিয়া বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সদর উপজেলা প্রশিক্ষক মোঃ মনিরুজ্জামান।প্রশিক্ষণকালে প্রশিক্ষণার্থীরা শর্ট গান, শারীরিক সক্ষমতা এবং শৃঙ্খলামূলক কর্মকাণ্ডের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করেন। চারজন শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থীকে ক্রেস্ট প্রদান করা হয় এবং সকল প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়।

